Hand Care tips

শীত এলেই রুক্ষ, খসখসে হাত, কী ভাবে যত্ন নিলে নরম ও মসৃণ থাকবে?

হাতের ত্বকের চাম়ড়া ফেটে চৌচির হয়। খসখস ত্বক এমনিতেই শীতের সঙ্গী। তবে কী ভাবে যত্ন নিলে শীতেও হাতের ত্বক থাকবে কোমল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৯:০১
শীতের সময়ে হাতের যত্ন নেওয়ার কিছু উপায় রইল।

শীতের সময়ে হাতের যত্ন নেওয়ার কিছু উপায় রইল। ছবি: ফ্রিপিক।

শীতের নানা সমস্যার একটি হল হাতের ত্বকের রুক্ষতা। খসখসে হাত নিজেরও অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। আর্দ্রতার অভাবে হাত শুষ্ক হয়ে ওঠে, খসখসে হয়ে যায়। হাতের ত্বকের চাম়ড়া ফেটে চৌচির হয়। নিয়ম করে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি শীতে। তবে ঘরোয়া উপায়েই কিন্তু হাতের ত্বকে আসতে পারে পেলবতা।

Advertisement

শীতে হাতের ত্বকের যত্ন নেওয়ার কিছু উপায়

১) সানস্ক্রিন

সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বককে পুড়িয়ে দেয়। শীতের রোদ কম হলেও ত্বকে কালচে দাগছোপ পড়তে শুরু পারে। তাই বেরোনোর আগে সব সময়ে সানস্ক্রিন লাগাতেই হবে হাতে। মুখের যত্ন যে ভাবে নিচ্ছেন, হাতের যত্ন সে ভাবেই নিন।

২) ময়শ্চারাইজার

নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। অনেকেই মুখের ত্বকের যত্ন নেন, কিন্তু হাতের বেলা করেন অবহেলা। তেমন করলে চলবে না। হাতের আর্দ্রভাব যাতে ধরা থাকে, সে দিকে নজর দিন। রাতে শুতে যাওয়ার আগে গোটা হাতে ভাল করে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

৩) মধু-অলিভ অয়েলের প্যাক

হাতের ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তাহলে কয়েক ফোঁটা মধু ও অলিভ অয়েল মিশিয়ে, হাতে মাসাজ করে মিনিট পনেরো রেখে ধুয়ে নিন। কয়েক দিনের ব্যবহারে হাতের ত্বক কোমল এবং মসৃণ হবে।

৪) টোনার

ঘরোয়া উপায়ে বাড়িতেই বানিয়ে নিন টোনার। শসার রসের সঙ্গে কয়েক ফোঁটা কর্পূর মিশিয়ে হাতে ভাল করে মাসাজ করে নিন। দিনে দু’বার এই টোনার ব্যবহার করতে পারেন। কয়েকদিন ব্যবহারের পরেই দেখবেন হাতের দাগছোপ উঠে গিয়েছে। ত্বকেও ঔজ্জ্বল্য ফিরে এসেছে।

Advertisement
আরও পড়ুন