—প্রতিনিধিত্বমূলক ছবি।
এক ব্যক্তির লিখিত অভিযোগ, প্রতিবেশী এক মহিলা তাঁকে বাবা সাজিয়ে তালিকায় নাম তুলিয়েছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পরে প্রকাশিত খসড়া তালিকায় দেখা গিয়েছ এই তথ্য। ঘটনাটি জীবনতলা থানার বেতবেড়িয়া এলাকার বিদ্যাধরীপল্লির। অভিযোগ, এলাকার বাসিন্দা গীতারানি মজুমদার প্রতিবেশী অধীরচন্দ্র মজুমদারকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্মপূরণ করে জমা দিয়েছেন। সেইমতো খসড়া ভোটার তালিকায় গীতারানির বাবা হিসেবে অধীরেরনাম রয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই অধীর ক্যানিংয়ের মহকুমাশাসক মিঠুন বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, তাঁর একমাত্র মেয়ের নাম নবিতা মজুমদার।
তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমা প্রশাসন। অভিযোগ ওঠার পর থেকে গীতারানিকে এলাকায় দেখা যাচ্ছে না। তাঁর বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি।তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমা প্রশাসন। এলাকার বাসিন্দাদের দাবি, বহু বছর আগে ওই মহিলা বাংলাদেশ থেকে এসে বেতবেড়িয়ার বিদ্যাধরপল্লিতে বসবাস শুরু করেন। পরে তাঁর বিয়ে হয়, মেয়ে আছে।