ছবি : সংগৃহীত।
সারা বছর নানা ধরনের চাপের মধ্যে কাজ করতে করতে মুখে কখন বলিরেখা পড়েছে, খেয়ালই করেননি। নজর পড়েছে পুজোর আগে। যখন আপনি আপনার সম্ভাব্য সাজগোজ এবং ফ্যাশনের কথা ভাবতে ব্যস্ত। তখন আয়নার দিকে তাকিয়ে দেখেছেন, কপালে নাকের পাশে সূক্ষ্ম রেখা ফুটে উঠেছে। একটু আগে সতর্ক হলে এই ধরনের বলিরেখা বা বয়সের ছাপ দূরে রাখা সম্ভব। আর তার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায় হতে পারে শসার রস। কী ভাবে এটি ব্যবহার করবেন? জেনে নিন তিনটি উপায়।
১. শসার রস এবং গোলাপ জলের টোনার
ত্বককে সতেজ ও নরম রাখতে সাহায্য করে এই টোনার। ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে এবং ওপেন পোরস বন্ধ করতেও সাহায্য করে এটি। শুষ্ক ত্বক, ওপেন পোরস ত্বকে বয়সের ছাপ ফেলে। এই টোনার তা থেকে মুক্তি দেবে।
একটি ছোট বাটিতে ২ চামচ শসার রস এবং ২ চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। একটি তুলোর বল এই মিশ্রণে ভিজিয়ে মুখ এবং গলায় আলতো করে বুলিয়ে নিন। এটি মুখে শুকিয়ে যেতে দিন, ধোয়ার প্রয়োজন নেই। এটি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোনোর আগে ব্যবহার করতে পারেন।
২. শসার রস এবং লেবুর রসের ফেসপ্যাক
এই ফেসপ্যাকটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং কালো দাগ হালকা করতে খুবই কার্যকর।
একটি পাত্রে ১ চামচ শসার রস এবং ১/২ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি তুলোর সাহায্যে শুধু মুখের কালো দাগের উপর লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এর পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।
৩. শসার রস এবং মধুর ময়েশ্চারাইজিং মাস্ক
এই মাস্কটি ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে এবং শুষ্ক ভাব দূর করে। যা ত্বককে নরম ও কোমল রাখে। ত্বকে তারুণ্য আনে।
একটি বাটিতে ২ চামচ শসার রস এবং ১ চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো মুখে এবং গলায় সমান ভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।