Skincare Tips for Winter

মুখভর্তি ব্রণ চিন্তায় ফেলেছে? কারিপাতার সঙ্গে আর কী মেশালে চটজলদি হবে সমস্যার সমাধান

কারিপাতা শুধু বাঙালির হেঁশেলে আটকে থাকেনি। রূপচর্চার উপকরণ হিসাবেও কারিপাতার জবাব নেই । চুলের যত্নে কারিপাতার তেল যেমন উপকারী, ত্বকের পরিচর্যাতেও কিন্তু এই উপকরণটি কাজে লাগাতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:১২
ব্রণ দূর করতে কী ভাবে মাখবেন কারিপাতা?

ব্রণ দূর করতে কী ভাবে মাখবেন কারিপাতা? ছবি: সংগৃহীত।

দক্ষিণে এই পাতার চল বেশি হলেও, ইদানিং বাঙালির হেঁশেলেও কারিপাতা ব্যবহার করা হয়। ডালে, বিভিন্ন তরকারিতে কারিপাতা দিলে স্বাদ একে বারে বদলে যায়। তবে কারিপাতা শুধু বাঙালির হেঁশেলে আটকে থাকেনি। রূপচর্চার উপকরণ হিসাবেও কারিপাতার জবাব নেই । চুলের যত্নে কারিপাতার তেল যেমন উপকারী, ত্বকের পরিচর্যাতেও কিন্তু এই উপকরণটি কাজে লাগাতে পারেন।

Advertisement

কারিপাতা কী ভাবে মাখবেন?

১) কারিপাতা বেটে তার সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। মিনিট পনেরো এই মিশ্রণ মুখে মেখে, তার পর ধুয়ে নিলেই কাজ শেষ। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং কালচে দাগছোপ তুলতে সাহায্য করে এই প্যাক।

৩) কারিপাতা বাটার সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে বানিয়ে নিন অ্যান্টি-অ্যাকনে প্যাক। মিনিট পনেরো মেখে রাখুন। তার পর ধুয়ে ফেলুন।

৩) কারিপাতা বাটার সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে বানিয়ে নিন অ্যান্টি-অ্যাকনে প্যাক। মিনিট পনেরো মেখে রাখুন। তার পর ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন