ব্রণ দূর করতে কী ভাবে মাখবেন কারিপাতা? ছবি: সংগৃহীত।
দক্ষিণে এই পাতার চল বেশি হলেও, ইদানিং বাঙালির হেঁশেলেও কারিপাতা ব্যবহার করা হয়। ডালে, বিভিন্ন তরকারিতে কারিপাতা দিলে স্বাদ একে বারে বদলে যায়। তবে কারিপাতা শুধু বাঙালির হেঁশেলে আটকে থাকেনি। রূপচর্চার উপকরণ হিসাবেও কারিপাতার জবাব নেই । চুলের যত্নে কারিপাতার তেল যেমন উপকারী, ত্বকের পরিচর্যাতেও কিন্তু এই উপকরণটি কাজে লাগাতে পারেন।
কারিপাতা কী ভাবে মাখবেন?
১) কারিপাতা বেটে তার সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। মিনিট পনেরো এই মিশ্রণ মুখে মেখে, তার পর ধুয়ে নিলেই কাজ শেষ। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং কালচে দাগছোপ তুলতে সাহায্য করে এই প্যাক।
৩) কারিপাতা বাটার সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে বানিয়ে নিন অ্যান্টি-অ্যাকনে প্যাক। মিনিট পনেরো মেখে রাখুন। তার পর ধুয়ে ফেলুন।
৩) কারিপাতা বাটার সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে বানিয়ে নিন অ্যান্টি-অ্যাকনে প্যাক। মিনিট পনেরো মেখে রাখুন। তার পর ধুয়ে ফেলুন।