Winter Hair Care Tips

কারিপাতার গুণেই ঘন হতে পারে চুল!মাথার টাক থাকতে কী ভাবে ব্যবহার করবেন, রইল হদিস

হাজার চেষ্টা করেও কিছুতেই ঘন হচ্ছে না চুল। হাতের কাছেই রয়েছে সমাধান, কারি পাতা। অতি পরিচিত কারি পাতা যথাযথ উপায়ে ব্যবহার করলেই ঘন হয়ে উঠতে পারে চুল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:০৬
টাক ঢাকতে কারিপাতা কী ভাবে ব্যবহার করবেন?

টাক ঢাকতে কারিপাতা কী ভাবে ব্যবহার করবেন? ছবি: সংগৃহীত।

ক্রমশ পাতলা হচ্ছে চুল, বেরিয়ে পড়ছে টাক। বিনুনি করলেও তা বড্ড সরু হয়ে যাচ্ছে। চুল ঘন না হওয়ায় এমন বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। হাজার চেষ্টা করেও কিছুতেই ঘন হচ্ছে না চুল। হাতের কাছেই রয়েছে সমাধান, কারি পাতা। অতি পরিচিত কারি পাতা যথাযথ উপায়ে ব্যবহার করলেই ঘন হয়ে উঠতে পারে চুল।

Advertisement

১। টক দইয়ের সঙ্গে: এক মুঠো কারিপাতা ব্লেন্ডারে নিয়ে ভাল করে পেস্ট তৈরি করুন। এক টেবিল চামচ কারিপাতার পেস্ট আগের থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে দু’টি উপাদানের ঘনত্ব একই হয়। মাথায় ভাল করে মেখে নিন এই মিশ্রণ। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। টক দই মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং খুশকি ও মৃত কোষ উৎখাত করতে সাহায্য করে।

২। আমলকি ও মেথির সঙ্গে: এই মিশ্রণটি বানাতে, আধ কাপ কারি পাতা আর আধ কাপ মেথি পাতা ও ১টি গোটা আমলকির রস এক সঙ্গে ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বকে মিশ্রণটি মেখে নিয়ে আধ ঘণ্টা পর ঈষদুষ্ণ গরমজলে ধুয়ে নিন মাথা। কারি পাতায় থাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি। এই ভিটামিন চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আর আমলকি ও মেথি বাড়ায় চুলের ঘনত্ব।

৩। পেঁয়াজের সঙ্গে: চুল পড়া আটকাতে পেঁয়াজ ও কারি পাতার মিশ্রণের জুড়ি মেলা ভার। এই মিশ্রণটি চুলে পাক ধরা আটকাতেও বেশ উপযোগী। ১৫-২০টি কারি পাতা একটি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে ভাল করে পেস্ট তৈরি করে নিন। পেস্টে দিয়ে দিন একটি গোটা পেঁয়াজের রস। ভাল করে মিশিয়ে চুল ও মাথায় মেখে নিন। এক ঘণ্টা রেখে ভাল করে শ্যাম্পু করে নিন। মনে রাখবেন, এই মিশ্রণটি ব্যবহারের পর ভাল করে শ্যাম্পু দিয়ে মাথা না ধুলে চুল থেকে পেঁয়াজের গন্ধ বার হতে পারে।

Advertisement
আরও পড়ুন