Flower Dust for Skin Care

ত্বকের যত্নে ফুলের গুঁড়ো! মজা নয়, হতে পারে ম্যাজিক, জেনে নিন ব্যবহারের নিয়ম

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার নতুন নয়। সেই চলই এখন ফিরছে নানা ভাবে, সুবিধাজনক পন্থায়। ফুলের গুঁড়ো হাতের কাছে থাকলে সহজ হতে পারে ত্বকের পরিচর্যা। কোন ফুলের গুঁড়ো কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৮:১৪
ফুলের পাপড়ির গুঁড়ো দিয়েই হোক রূপচর্চা। কী ভাবে বানাবেন মাস্ক?

ফুলের পাপড়ির গুঁড়ো দিয়েই হোক রূপচর্চা। কী ভাবে বানাবেন মাস্ক? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ফেশিয়াল, সিরাম, রকমারি ট্রিটমেন্ট— এ সব এসেছে অনেক পরে। কিন্তু যখন ত্বকের যত্ন নেওয়ার জন্য রকমারি ক্রিম বা সিরাম ছিল না, তখনও ত্বকের যত্ন নেওয়া হত। মুলতানি মাটি থেকে কেশর, নিম, গোলাপের গুণে ত্বকে জেল্লা ফিরত।

Advertisement

একটু খেয়াল করলে দেখা যাবে পুরনোকে বাদ দিয়ে নয়, বরং আধুনিক রূপচর্চায় প্রসাধনীতে মেশানো হচ্ছে নানা রকম ভেষজই। হচ্ছে জুঁই থেকে জবা, গোলাপ, চন্দনের ব্যবহারও। তবে চাইলে বাড়িতেই রকমারি ফুলের গুঁড়ো দিয়ে রূপচর্চা করা যায়। শিখে নিন পদ্ধতি।

জবা ফুলের গুঁড়ো: জবা ফুলের বার্ধক্য প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ ত্বকে বয়সের ছাপ পড়া আটকায়। এই ফুল অ্যান্টি-অক্সিড্যান্ট, এএইচএ (আলফা হাইড্রক্সি অ্যাসিড) এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা প্রাকৃতিক ভাবে ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে। এ ছাড়া ত্বক টান টান রাখে, ত্বকে আর্দ্রতার অভাব মেটায় এবং ব্রণ নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে।

বাড়িতেই বানিয়ে নিন মুখের মাস্ক। ২ টেবিল চামচ জবা ফুলের গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ টক দই, ৩-৪ ফোঁটা মধু মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পরে মুখের এই মাস্কটি মেখে ১৫ মিনিট রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন।

গোলাপ ফুলের গুঁড়ো: ত্বকের যত্নে গোলাপের ব্যবহার নতুন নয়। গোলাপ জল টোনার হিসাবে ব্যবহার করা হয়। তবে গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করেও মাস্ক বানানো যায়। মুখের উন্মুক্ত রন্ধ্র বন্ধ করতে, প্রদাহ কমাতে, ত্বকের জেল্লা ফেরাতে গোলাপ অত্যন্ত কার্যকর।

২ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ গোলাপের গুঁড়ো মিশিয়ে নিন। তার সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ অলিভ অয়েল। মুখ ক্নিনজ়ার দিয়ে পরিষ্কারের পর বা ফেস ওয়াশ ব্যবহারের পর তা মুখে লাগিয়ে রাখুন। মুখ না ধুলেও হবে। তবে চাইলে ১৫ মিনিট পরে মুখ ধুয়ে নিতে পারেন।

গাঁদা ফুলের গুঁড়ো: গাঁদা ফুলও ত্বকের জন্য উপকারী। গাঁদার রস ত্বকের প্রদাহ কমাতে পারে। ব্রণের সমস্যায় কার্যকরী। একই সঙ্গে রোদে পুড়ে যাওয়া ত্বককেও স্বাভাবিক রঙে ফেরাতে সাহায্য করে গাঁদা।

১ টেবিল চামচ গাঁদার পাপড়ির গুঁড়ো, এক চিমটে হলুদ, ১ চা চামচ মালাই বা দুধের সর, ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

তবে ফুলের মাস্ক ব্যবহারের আগে প্যাচ টেস্ট জরুরি। কারও কারও বিশেষ ফুলে অ্যালার্জি থাকতে পারে। মাস্ক মুখে মাখার আগে হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। জ্বালা, চুলকানি, র‌্যাশ না হলে তা মুখেও মাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন