Mosambi Face Pack

মুসম্বি লেবুর রসটুকু খেয়ে শাঁস ফেলে দেন? ত্বকের যত্ন নিতে তা ব্যবহার করতে পারেন

মুসম্বিতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিডের মতো প্রাকৃতিক ব্লিচিং উপাদান। যা ত্বকে সহজেই ঔজ্জ্বল্য আনতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৬

ছবি : সংগৃহীত।

মুসম্বি লেবুর রস খেয়ে অনেকেই শাঁস ফেলে দেন। অথচ ওই শাঁস বেটে মুখে লাগালে ত্বক হতে পারে উজ্জ্বল। পুজোর আগে ত্বকে ঝকঝকে ভাব আনতে ব্যবহার করতে পারেন মুসম্বি লেবুর ফেলে দেওয়া শাঁস দিয়ে তৈরি করা ফেস প্যাক।

Advertisement

মুসম্বিতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিডের মতো প্রাকৃতিক ব্লিচিং উপাদান। যা ত্বকে সহজেই ঔজ্জ্বল্য আনতে পারে।

উপকরণ:

২ চামচ মুসাম্বি লেবুর শাঁস : (বীজ ছাড়ানো)

১ চামচ বেসন

১ চামচ গুঁড়ো দুধ

১/২ চামচ মধু

প্রণালী:

মুসাম্বি লেবুর শাঁস ভালো ভাবে বেটে নিন। এ বার তার সঙ্গে বেসন, গুঁড়ো দুধ এবং মধু মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

ব্যবহারবিধি:

মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। চোখের চারপাশের সংবেদনশীল অংশ বাদ দিয়ে মুখ ও ঘাড়ের ত্বকে সমানভাবে মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখার পরে প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে হালকা গরম জল দিয়ে মুখ আলতো মাসাজ করে ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সতর্কতা:

১। যাদের ত্বক সংবেদনশীল, তারা প্রথমে কানের পিছনে বা হাতের সামান্য অংশে প্যাক লাগিয়ে পরীক্ষা করে নিন। কারণ সাইট্রিক অ্যাসিডযুক্ত জিনিসে অনেকের ত্বকে জ্বালা করতে পারে। যদি অস্বস্তি না হয়, তবেই মুখে মাখুন।

২। এই প্যাক ব্যবহার করার পরে সূর্যের আলোয় সরাসরি না বেরনোই ভাল। তাই রাতে এই প্যাক ব্যবহার করুন এবং দিনের বেলায় বাইরে বেরোলে অবশ্যই ছাতা এবং ভাল সানস্ক্রিন ব্যবহার করুন।

৩। সপ্তাহে ১ থেকে ২ বারের বেশি এই প্যাক ব্যবহার করবেন না।

Advertisement
আরও পড়ুন