Skin Care Hacks

সালোঁয় না গিয়েও মুখে আসবে জেল্লা! পুজোর আগে ব্যবহার করুন মুলতানি মাটির ফেসপ্যাক

সালোঁয় ভিড় দেখেই সামনে থেকে ফিরে আসছেন অনেকে। তা হলে উপায়? এই কম সময়ে ত্বকে কী ভাবে আসবে উৎসবের জেল্লা? তার জন্য ভরসা রাখতে পারেন মুলতানি মাটির ফেসপ্যাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৫
হারানো জেল্লা ফেরাতে মুলতানি মাটির সঙ্গে আর কী কী মেশাতে হবে?

হারানো জেল্লা ফেরাতে মুলতানি মাটির সঙ্গে আর কী কী মেশাতে হবে? ছবি: সংগৃহীত।

ব্যস্ততা, কাজের চাপ, সময়ের অভাবে ত্বকের যত্নে বিশেষ সময় দিতে পারেন না অনেকেই। ফলে অযত্ন আর অবহেলায় ক্রমশ নিষ্প্রাণ হয়ে পড়ে ত্বক। পুজোর আগে নিষ্প্রাণ ত্বকে জেল্লা আনবেন কী ভাবে, তা নিয়ে একটা দীর্ঘ প্রস্তুতি চলতেই থাকে। পার্লারে গিয়ে ত্বকের জেল্লা ফেরানো সহজ। কিন্তু পুজোর আগে সালোঁগুলিতে পা ফেলার জায়গা নেই। সালোঁয় ভিড় দেখেই সামনে থেকে ফিরে আসছেন অনেকে। তা হলে উপায়? এই কম সময়ে ত্বকে কী ভাবে আসবে উৎসবের জেল্লা? তার জন্য ভরসা রাখতে পারেন মুলতানি মাটির ফেসপ্যাকে।

Advertisement

শুধু তৈলাক্ত ত্বকই নয়, রূপচর্চা শিল্পীরা বলছেন, ম্যাগনেশিয়াম, সিলিকা, ক্যালশিয়াম-সমৃদ্ধ মুলতানি মাটি সব ধরনের ত্বকেই মাখা যায়। মুখের অতিরিক্ত তেল শুষে নেওয়ার পাশাপাশি মুলতানি মাটি ত্বকের প্রদাহজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখে। তবে অনেকেই এই উপাদান ব্যবহার করতে চান না ত্বক রুক্ষ হয়ে যায় বলে। কী ভাবে মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক রুক্ষও হবে না আর জেল্লাও বাড়বে, রইল তার হদিস।

মুলতানি মাটি, শসা এবং গোলাপজল:

শসার রসের সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। পুজোর আগে সপ্তাহে তিন থেকে চার দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।

মুলতানি মাটি, অ্যালো ভেরা জেল:

দুই চা-চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টেবিল চামচ অ্যালো ভেরা জেল আর এক চামচ গোলাপজল মিশিয়ে নিন। এই প্যাক মুখে, গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা থেকে ত্বকে কালচে ছোপ— সব সমস্যায় দারুণ কাজ করবে এই ফেসপ্যাকটি।

মুলতানি মাটি, টম্যাটো, টক দই:

অতিরিক্ত তেল শুষে ত্বকের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনতে এই প্যাকটি ভীষণ উপকারী। দুই চা-চামচ মুলতানি মাটি, এক চা-চামচ টক দই এবং এক টেবিল চামচ টম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখে, গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন। ঠান্ডা জলে ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন