Hair Care Tips

মাথায় টাক পড়তে শুরু করেছে? পেঁয়াজের রস মাখলেই চলবে না, সঠিক নিয়মটি জানতে হবে

পেঁয়াজের রসে রয়েছে সালফার। এই উপাদানটি উদ্দীপক হিসাবে কাজ করে। ফলিকল থেকে নতুন চুল গজাতে বিশেষ ভাবে সাহায্য করে। কী ভাবে পেঁয়াজের রস মাখলে উপকার পাবেন বেশি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৮:১৩
শুধু পেঁয়াজের রস মাখলে কিন্তু কাজ হবে না।

শুধু পেঁয়াজের রস মাখলে কিন্তু কাজ হবে না। ছবি: সংগৃহীত।

নতুন চুল গজানো কিংবা মাথার ত্বকের সংক্রমণ রোধ করার ঘরোয়া টোটকা হল পেঁয়াজের রস। ইদানীং তাই বিভিন্ন প্রসাধনী সংস্থার তেল, শ্যাম্পু, কন্ডিশনারে পেঁয়াজের নির্যাস ব্যবহারের চল হয়েছে। সেই সব প্রসাধনীতে আলাদা করে সুগন্ধি মেশানো হয়। তাই পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ ততটাও অস্বস্তিতে ফেলে না। তবে বাড়িতে বানানো রসের গুণ কিন্তু অনেক বেশি।

Advertisement

চুলের স্বাস্থ্যরক্ষায় পেঁয়াজের এত কদর কেন?

১) পেঁয়াজের রসে রয়েছে সালফার। এই উপাদানটি উদ্দীপক হিসাবে কাজ করে। ফলিকল থেকে নতুন চুল গজাতে বিশেষ ভাবে সাহায্য করে।

২) মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ হলে চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। পেঁয়াজের রস মাখলে মাথার ত্বকে কোনও রকম ব্যাক্টেরিয়া বা ছত্রাক বাসা বাঁধতে পারে না।

৩) মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে পেঁয়াজের রস। রক্ত চলাচল ভাল হলে চুলের ফলিকলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছয়।

মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে পেঁয়াজের রস।

মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে পেঁয়াজের রস। ছবি: শাটারস্টক।

তবে কেবল পেঁয়াজের রস মাখলেই হবে না। রন্ধনশিল্পী পঙ্কোজ ভাদুড়িয়া একটি ভিডিয়োয় বলেছেন, পেঁয়াজের রসকে গেঁজিয়ে তবে ব্যবহার করতে হবে। কী ভাবে বানালে কাজ হবে দ্রুত? পঙ্কজ বলেন, প্রথমে পেঁয়াজ বেটে রস বার করে নিন। এ বার যতটা রস বেরোল, তার সঙ্গে সমান পরিমাণ জল মিশিয়ে নিন। মিশ্রণটিতে এক চা চামচ নুন আর এক চা চামচ মধু মিশিয়ে নিয়ে কাচের শিশিতে ঢেলে রাখুন। শিশিটি রান্নাঘরের এক কোণে দু’দিন রেখে দিন। সপ্তাহে দু’ থেকে তিন দিন ভিজে চুলে এই রস ব্যবহার করুন, ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। তা হলেই চুলের যাবতীয় সমস্যা থেকে রেহাই পাবেন।

Advertisement
আরও পড়ুন