Turmeric packs for hair

হলুদ শুধু ত্বকে নয়, মাখা যায় চুলেও, কারকিউমিনের গুণেই পাকবে না চুল, কী ভাবে ব্যবহার করবেন?

হলুদ আসলে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ। এই উপাদানটি মাথার ত্বকে সংক্রমণজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মাথার ত্বকে পিএইচের সমতাও বজায় রাখে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২
চুলে কী ভাবে হলুদ মাখলে পাকা চুলের সমস্যা দূর হবে?

চুলে কী ভাবে হলুদ মাখলে পাকা চুলের সমস্যা দূর হবে? ছবি: ফ্রিপিক।

হলুদ সাধারণত ত্বকের যত্ন নিলেও চুলের যত্নে এর বহুবিধ উপকারিতা রয়েছে। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট বৈশিষ্ট্য চুল ও মাথার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে। অধিকাংশ ক্ষেত্রেই চুল ঝরার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় খুশকি বা মাথার ত্বকে ছত্রাকজনিক সংক্রমণ। হলুদে থাকা ব্যাক্টেরিা এবং ছত্রাক প্রতিরোধক উপাদান মাথার ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। ফলে চুল সহজেই বাড়ে।

Advertisement

চুলের যত্নে হলুদ যেভাবে ব্যবহার করবেন, তার কয়েকটি পদ্ধতি জেনে নিন।

খুশকি দূর করতে

খুশকি দূর করতে, কাঁচা হলুদ বাটার সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট মাথার ত্বকে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে শ্যাম্পুকরে নিন। এই প্যাক সপ্তাহে দু'দিন ব্যবহার করলে মাথার ত্বকের সংক্রমণ কমে যাবে। চুল পাকার সমস্যাও কমবে।

চুলের উজ্জ্বলতা বাড়াতে

চুলের জেল্লা বৃদ্ধি করতে ডিমের কুসুমের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট সপ্তাহে একবার মাথার তালুতে লাগালে চুল উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে।

রুক্ষ চুলের সমস্যা দূর করতে

এক চামচ হলুদ গুঁড়ো, দুই চামচ নারকেল তেল বা অলিভ অয়েল এবং এক চামচ মধু মিশিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করুন। এই মাস্ক চুলে ১৫-২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক রুক্ষ চুল নরম ও মসৃণ করবে।

Advertisement
আরও পড়ুন