dandruff prevention tips

খুশকি আর চুল পড়ার সমস্যা রুখতে হেঁশেলের এক উপদানই যথেষ্ট! কিসের কথা বললেন জাভেদ হাবিব

খুশকির বাড়বাড়ন্তে চুল পড়ার সমস্যাও বেড়ে যায় তার সঙ্গে। দু’রকম সমস্যার জন্য একটাই সমাধানের খোঁজ করছেন? মুশকিল আসান করলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪
খুশকি আর চুল পড়ার সমস্যা রুখতে জাভেদ হাবিবের সহজ টোটকা।

খুশকি আর চুল পড়ার সমস্যা রুখতে জাভেদ হাবিবের সহজ টোটকা। ছবি: সংগৃহীত।

বর্ষাকালে মানেই খুশকির সমস্যা বেড়ে যায় কয়েক গুণ। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মাথায় মেথির তেল মাখেন। আবার কেউ নিমের নির্যাসযুক্ত শ্যাম্পুও ব্যবহার করেন। ঘরোয়া টোটকা বা চিকিৎসকের দেওয়া ‘মেডিকেটেড’ শ্যাম্পু ব্যবহার করে সাময়িক সমস্যা মিটলেও তা পুরোপুরি নির্মূল হয়ে যায় না। খুশকির বাড়বাড়ন্তে চুল পড়ার সমস্যাও বেড়ে যায় তার সঙ্গে। দু’রকম সমস্যার জন্য একটাই সমাধানের খোঁজ করছেন? মুশকিল আসান করলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

Advertisement

সমাজমাধ্যমের একটা ভিডিয়োয় জাভেদ হাবিব খুশকি আর চুল পড়ার সমস্যায় একটা সহজ সমাধানের হদিস দিয়েছেন। ঘুম কাটাতে কফি খান অনেকেই, তবে চুলের দু’টি মূল সমস্যা দূর করতে জাভেদ কফির ব্যবহার করতে বলেছেন। তাঁর মতে, শ্যাম্পুর সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলেই খুশকি আর চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। সপ্তাহে মাত্র এক বার এই টোটকা কাজে লাগালেই হবে সমস্যার সমাধান।

চুলে কফি মাখলে কী কী লাভ হয়?

১. কফির মধ্যে থাকা ক্যাফিন মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত রাখে। ফলে সহজে চুল পড়ে যায় না।

২. অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ কফি চুলে পুষ্টিও জোগায়। দূষণের ফলে চুলের যে ক্ষতি হয় তা থেকে রক্ষা করতেও সাহায্য করে এই উপাদান।

৩. চুল পড়ার জন্য দায়ী ডিহাইড্রো টেস্টোসটেরন হরমোনের ক্ষরণ কমাতেও সাহায্য করে কফি। পাশাপাশি, কফির গুণে চুলের জেল্লা বৃদ্ধি পায়।

Advertisement
আরও পড়ুন