Kiara Advani's Skin Care Tips

পুজোয় কিয়ারার মতো জেল্লা চাই ত্বকে? অভিনেত্রীর ঘরোয়া ফেসপ্যাকের উপকরণ জানলেই সালোঁর খরচ বাঁচবে

বিভিন্ন সাক্ষাৎকারে মাঝেমাঝেই নিজের রূপচর্চা নিয়ে কথা বলেন কিয়ারা আডবাণী। তেমনই এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, তাঁর চকচকে, টানটান ত্বকের রহস্য। ঘরে তৈরি বিভিন্ন ফেসপ্যাক দিয়েই ত্বকের যত্ন নেন তিনি। কী ভাবে বানাবেন সেই সব ফেসপ্যাক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৪
হেঁশেলের উপকরণ দিয়েই রূপচর্চা করেন কিয়ারা।

হেঁশেলের উপকরণ দিয়েই রূপচর্চা করেন কিয়ারা। ছবি: সংগৃহীত।

ছিপছিপে চেহারা, ঝকঝকে ত্বক, উজ্জ্বল উপস্থিতি, অভিনেত্রী কিয়ারা আডবাণীর ক্ষেত্রে এই তিন বিষয় অতিরঞ্জিত নয় একেবারেই। বলিপাড়ার সুন্দরী নায়িকাদের ভিড়েও আলাদা করে নজর কাড়ে কিয়ারার সৌন্দর্য। সদ্য মা হয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কিয়ারার মুখের জেল্লা নজর কেড়েছিল অনুরাগীদের। কিয়ারা ত্বকের যত্ন নেন বরাবরই। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রসাধনী নয়, বরং ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন তিনি। নিজেদের রূপচর্চা নিয়ে বিশেষ অকপট হতে দেখা যায় না কোনও অভিনেত্রীকেই। কিয়ারা সে ক্ষেত্রেও ব্যতিক্রম। বিভিন্ন সাক্ষাৎকারে মাঝেমাঝেই নিজের রূপচর্চা নিয়ে কথা বলেন। তেমনই এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, তাঁর চকচকে, টানটান ত্বকের রহস্য। ঘরে তৈরি বিভিন্ন ফেসপ্যাক দিয়েই ত্বকের যত্ন নেন তিনি। কী ভাবে বানাবেন সেই সব ফেসপ্যাক?

Advertisement

শুষ্ক ত্বকের জন্য

মধু, বেসন আর দুধের সর একসঙ্গে মিশিয়ে ত্বকে মেখে আধঘণ্টা মতো অপেক্ষা করে ধুয়ে নিলেই হবে। এই প্যাক একই সঙ্গে স্ক্রাবারেরও কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে। ত্বক ভিতর থেকে টান টান করতেও এর জুড়ি মেলা ভার। যাঁদের ত্বক শুষ্ক, এই ফেসপ্যাক তাঁদের ত্বকে ময়শ্চারাইজ়ারের কাজ করবে।

তৈলাক্ত ত্বকের জন্য

ত্বক অতিরিক্ত তেলতেলে হলে ১ টেবিল চামচ কাঠবাদামের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ মুলতানি মাটি। সঙ্গে দুধ বা গোলাপ জল। এই মিশ্রণ মুখে মেখে রেখে দিন মিনিট দশেক। তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন