US Visa

এইচ ১বি বা এইচ ৪ ভিসার জটিলতা কি কাটল? ট্রাম্প প্রশাসন আবেদনকারীদের জন্য জারি করল নয়া নির্দেশিকা

সম্প্রতি আমেরিকার বিদেশ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছিল, এখন থেকে এইচ-১বি ভিসা মঞ্জুর করার আগে যাচাইপ্রক্রিয়া আরও জোরদার করা হবে। বেশ কিছু বিষয় উল্লেখও করা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২২:৩৪
US issues worldwide alert for H-1B, H-4 visa applicants

এইচ ১বি বা এইচ ৪ ভিসা নিয়ে আবেদনকারীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। — ফাইল চিত্র।

এইচ ১বি বা এইচ ৪ ভিসা আবেদনের জটিলতা কাটল। আমেরিকার বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, অনলাইনে আবেদনকারীদের যাচাইকরণ প্রক্রিয়া চলছে। ফলে যাঁরা নতুন করে আবেদন করতে বা ভিসা পুনর্নবীকরণের করতে চান, তাঁরা অনলাইনে উপস্থিত হয়ে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন!

Advertisement

সোমবার ভারতের মার্কিন দূতাবাস এইচ ১বি বা এইচ ৪ ভিসা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নয়া বার্তাটি জানায়। বিবৃতিতে বলা হয়েছে, সকল দেশের এইচ ১বি বা এইচ ৪ আবেদনকারীদের জন্য যাচাইকরণ প্রক্রিয়া চলছে। মূলত এইচ ১বি ভিসা অপব্যবহার রুখতেই এই যাচাইকরণ প্রক্রিয়া। এর লক্ষ্য, মার্কিন সংস্থাগুলি যাতে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে পারে!

আরও জানানো হয়েছে, মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলি এইচ ১বি বা এইচ ৪ অ-অভিবাসী ভিসার জন্য আবেদন গ্রহণ করছে। অব্যাহত রয়েছে ভিসা প্রক্রিয়াও। মার্কিন প্রশাসন বলেছে, আবেদনকারীদের যত দ্রুত সম্ভব আবেদন করতে বলেছে। গত ১৫ ডিসেম্বর বিশ্বব্যাপী ভিসা সংক্রান্ত এই প্রক্রিয়া শুরু হয়েছে।

এইচ-১বি একটি অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সর্বোচ্চ ছ’বছর পর্যন্ত আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন, অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। কিন্তু ট্রাম্প প্রশাসন সম্প্রতি এইচ-১বি ভিসা দেওয়া নিয়ে কড়াকড়ি করেছে। এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর এক লক্ষ ডলারের (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) বোঝা চাপিয়েছিলেন ট্রাম্প। বলেছেন, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে এ বার থেকে সংস্থাগুলিকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে।

সম্প্রতি আমেরিকার বিদেশ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছিল, এখন থেকে এইচ-১বি ভিসা মঞ্জুর করার আগে যাচাইপ্রক্রিয়া আরও জোরদার করা হবে। প্রত্যেক আবেদনকারীর বায়োডেটা এবং ‘লিঙ্কডইন’ প্রোফাইল খতিয়ে দেখা হবে। এমনকি, আবেদনকারীর পরিবারের কোনও সদস্য ভুল তথ্য ছড়ানো বা তথ্যবিকৃতির মতো ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা-ও যাচাই করা হবে। আবেদনকারী যদি কারও বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, সে ক্ষেত্রে খারিজ হয়ে যেতে পারে তাঁর ভিসার আবেদন।

কর্মসূত্রে আমেরিকায় প্রবাসী যে সমস্ত ভারতীয় নাগরিক চলতি মাসে দেশে ফিরেছেন, তাঁদের আমেরিকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ, আমেরিকায় কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) চেয়ে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট আচমকা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়েছে বেশ কয়েক মাস পরে। এইচ-১বি ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকেও বহু মানুষ আমেরিকায় যান।

Advertisement
আরও পড়ুন