Benefits of face serum

ত্বকের সমস্যায় জেরবার! ফেস সিরামে হাজারো উপকার, কোনটি নিজের জন্য বেছে নেবেন?

কেউ যদি প্রতিদিনের ত্বকচর্চার রুটিনে ফেস সিরাম যোগ করতে চান, তা হলে সিরামের প্রকারভেদ, উপকারিতা এবং ব্যবহার করার নিয়ম জেনে নিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:০০
সিরামের প্রকারভেদ, উপকারিতা এবং ব্যবহার করার নিয়ম জেনে নিন।

সিরামের প্রকারভেদ, উপকারিতা এবং ব্যবহার করার নিয়ম জেনে নিন।

আজকের দিনে ত্বকচর্চার প্রসাধনীর প্রকারভেদের তালিকাটি বেশ লম্বা। কিন্তু নির্দিষ্ট একটি প্রসাধনী নিয়ে অনেকের মনেই ধোঁয়াশা রয়েছে৷ আদৌ সেটি কার্যকরী কিনা, বা কী ভাবে কাজ করে, তা না জেনে ব্যবহার করা যায় না।

Advertisement

কেউ যদি প্রতিদিনের ত্বকচর্চার রুটিনে ফেস সিরাম যোগ করতে চান, তা হলে সিরামের প্রকারভেদ, উপকারিতা এবং ব্যবহার করার নিয়ম জেনে নিন। বিভিন্ন সিরাম ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। একটি সিরামে ফেসওয়াশ বা ফেস ময়েশ্চারাইজ়ারের মতো এত উপাদান থাকে না। ফেস সিরামে আরও সক্রিয় উপাদান থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে।

উপকারিতা

ব্রণ, বলিরেখা এবং হাইপারপিগমেন্টেশনের মতো ত্বকের সমস্যায় সিরাম খুব কার্যকরী। বেশির ভাগ সিরাম ফর্মুলেশনে হায়ালুরোনিক অ্যাসিড, রেটিনল, ভিটামিন সি এবং গ্লাইকোলিক অ্যাসিডের মতো উপাদান থাকে।

ত্বকের গভীর স্তরে হাইড্রেশনের জন্য উপযুক্ত হল সিরাম। ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

প্রত্যেকটি সিরাম ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তৈরি, যেমন ব্রণ, বলিরেখা, কালো দাগ, অথবা ত্বকের অসম রং। অর্থাৎ, আপনার সমস্যা অনুযায়ী নির্দিষ্ট সিরাম বেছে নিতে পারেন।

ফেস সিরামে আরও সক্রিয় উপাদান থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে।

ফেস সিরামে আরও সক্রিয় উপাদান থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে।

সিরাম যে হেতু হালকা হয়, তাই ত্বকে দ্রুত শোষিত হয়। ফলে, সক্রিয় রাসায়নিকগুলি খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করে।

কিছু সিরামে এমন রাসায়নিক রয়েছে, যা কোলাজেন গঠন করতে পারে বলে ত্বকের তারুণ্য অনেক দিন বজায় থাকে। ত্বক মসৃণ ও নরম হয়।

সিরামে রেটিনল এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো রাসায়নিক থাকে, যা বলিরেখা কমাতে সাহায্য করে।

সিরামে স্যালিসিলিক অ্যাসিড আছে, যা ত্বক পরিষ্কার করতে এবং ভবিষ্যতে ব্রণ রোধ করতে সাহায্য করে।

ভিটামিন সি বা নিয়াসিনামাইডযুক্ত সিরাম আপনার ত্বককে উজ্জ্বল করতে এবং কালো দাগ কমাতে সাহায্য করে।

হায়ালুরোনিক অ্যাসিড সিরাম গভীর হাইড্রেশনের জন্য ব্যবহার করা হয়, যার ফলে ত্বকের ময়েশ্চারাইজ়িংয়ের জন্য সেরা বিকল্প হতে পারে।

কোজিক অ্যাসিড বা আরবুটিনের মতো উপাদান রয়েছে বলে সিরাম আপনার ত্বকের রং সব জায়গায় এক রকম রাখতে পারে। হাইপারপিগমেন্টেশন কমাতে সাহায্য করে সিরাম।

কত ধরনের ফেস সিরাম হয়?

বিভিন্ন ধরনের ফেস সিরাম পাওয়া যায়। প্রতিটি নির্দিষ্ট ত্বকের সমস্যা সমাধানের জন্য বানানো হয়েছে।

হায়ালুরোনিক অ্যাসিড সিরাম: ত্বককে হাইড্রেট করার জন্য আদর্শ। শুষ্ক ত্বকের যত্ন নেয় এই সিরাম। যদিও সব ধরনের ত্বকের জন্যও উপযুক্ত।

নিয়ম মেনে এবং সঠিক সিরাম বেছে নিয়ে ব্যবহার করলে, ত্বকে তার সেরা ফলাফলটি প্রকাশ পাবে।

নিয়ম মেনে এবং সঠিক সিরাম বেছে নিয়ে ব্যবহার করলে, ত্বকে তার সেরা ফলাফলটি প্রকাশ পাবে।

ভিটামিন সি সিরাম: ত্বক উজ্জ্বল করতে উপযুক্ত এই সিরাম। ভিটামিন সি সিরাম কালো দাগ কমাতে এবং পরিবেশ দূষণের ক্ষতি থেকে আপনার ত্বককে রক্ষা করে।

রেটিনল সিরাম: এই সিরামের উপাদান বলিরেখা কমাতে, ত্বকের গঠন সুন্দর করতে এবং কোলাজেনের উৎপাদন বাড়াতে খুব কার্যকরী।

নিয়াসিনামাইড সিরাম: নিয়াসিনামাইডের একাধিক ব্যবহার রয়েছে। যেমন ব্রণ থেকে শুরু করে ত্বকের লালচে ভাব পর্যন্ত সব কিছুতে সাহায্য করে এই সিরাম।

কোজিক অ্যাসিড সিরাম: হাইপারপিগমেন্টেশন এবং কালো দাগ দূর করার জন্য উপযুক্ত এই সিরাম। ত্বকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রং থাকলে তা সমান করে দিতে পারে।

ফেস সিরাম কখন ব্যবহার করবেন?

কখন সিরাম ব্যবহার করছেন, তার উপর নির্ভর করে কতটা উপকার দেবে ত্বকচর্চার ক্ষেত্রে। তাই সময় জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তা এর কার্যকারিতার উপর উল্লেখযোগ্য ভাবে প্রভাব ফেলতে পারে।

কখন সিরাম ব্যবহার করছেন, তার উপর নির্ভর করে কতটা উপকার দেবে ত্বকচর্চার ক্ষেত্রে।

কখন সিরাম ব্যবহার করছেন, তার উপর নির্ভর করে কতটা উপকার দেবে ত্বকচর্চার ক্ষেত্রে।

সকাল: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, ভিটামিন সি সিরাম দিয়ে আপনার দিন শুরু করুন।

সন্ধ্যা: অন্যান্য সিরাম, যেমন রেটিনল বা হায়ালুরোনিক অ্যাসিড সন্ধ্যাবেলা ত্বকে মাখুন। সে ক্ষেত্রে ঘুমোনোর সময় এই সিরামগুলি নিজের মতো কাজ করতে পারে।

এ ছাড়া ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর এবং ময়েশ্চারাইজ়ার লাগানোর আগে সব সময় সিরাম ব্যবহার করা উচিত। এই নিয়ম মেনে ত্বকচর্চা করলে সিরামের উপাদানগুলি ত্বকে প্রবেশ করে ভাল ভাবে কাজ করতে পারে।

ফেস সিরাম আপনার দৈনন্দিন ত্বকচর্চার রুটিনের অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে। বার্ধক্যজনিত লক্ষণ দেখা দিলে সিরাম ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে। নিয়ম মেনে এবং সঠিক সিরাম বেছে নিয়ে ব্যবহার করলে, ত্বকে তার সেরা ফলাফলটি প্রকাশ পাবে।

Advertisement
আরও পড়ুন