Revlon

Revlon Bankruptcy: ধারের পরিমাণ ৩০০ কোটি ডলার! নিজেদের দেউলিয়া ঘোষণা করবে কি ‘রেভলন’?

অনেক ধার প্রথম সারির প্রসাধনী সংস্থা ‘রেভলন’-এর। পরিস্থিতি সামলানোর চেষ্টা বিফলে যাচ্ছে বলে নিজেদের দেউলিয়া ঘোষণা করার পথে হাঁটছে ‘রেভলন’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৯:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাজারে অনেক ধার। তা ফেরত দেওয়ার ক্ষমতা নেই। সরঞ্জাম বাজারে সরবরাহ করার মতো পরিস্থিতিও নেই। বিক্রি তো দূরে থাক। তাই নিজেদের দেউলিয়া ঘোষণা করার পথে হাঁটছে প্রথম সারির প্রসাধনী সংস্থা ‘রেভলন’। আগামী সপ্তাহেই এ কাজ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

এখনও ‘রেভলন’-এর তরফে বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি। সংস্থার মুখপাত্র বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনা তুঙ্গে।

Advertisement

গত কিছু দিন ধরেই ‘রেভলন’-এর শেয়ার পড়তে শুরু করেছে। গত শুক্রবার তা চরমে পৌঁছয়। এক লাফে ৫৩ শতাংশ নেমে যায় ওই সংস্থার শেয়ারের দর।

আমেরিকার নিউ ইয়র্কের এই সংস্থা এক কালে প্রসাধনী ব্যবসায় প্রথম সারিতে ছিল। গত কয়েক বছর ধরে পড়তে শুরু করে ব্যবসা। অতিমারিতে পরিস্থিতি আরও খারাপ হয়। যা সংস্থার জন্য খুব ক্ষতিকর হয়ে ওঠে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘রেভলন’-এর চিফ এগ্‌জিকিউটিভ অফিসার গত মে মাসে সাংবাদিকদের জানান, এখনও তাঁদের সংস্থার প্রসাধনী চাহিদা অনেক। কিন্তু বিশ্বের নানা প্রান্তে সরবরাহ করার পথ নিয়ে সমস্যা রয়েছে।

তবে সে সময় দিয়েই শোনা যায়, বাজারে ধারের পরিমাণ বেড়ে চলেছে সংস্থার। তা সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি ডলারের ধার এখন রয়েছে ‘রেভলন’-এর মাথায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন