Makeup Tips

অফিসের পরেই পার্টি, মুখের মেদ ঢাকলে চটজলদি কী ভাবে রূপটান করবেন?

রূপটান যতই সুন্দর হোক না কেন, বাধ সাধতে পারে মুখের মেদ। সেটি কী ভাবে লুকোবেন, তার কায়দা জেনে রাখা ভাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬
সহজ কৌশলেই মুখের মেদ ঢাকবে, ডবল চিনও বোঝা যাবে না।

সহজ কৌশলেই মুখের মেদ ঢাকবে, ডবল চিনও বোঝা যাবে না। ছবি: ফ্রিপিক।

অফিসের পরে পার্টিতে যাবেন। এ দিকে চটজলদি মেকআপে কী ভাবে মুখের মেদ গোপন করবেন বুঝতে পারছেন না। ডবল চিনও বড় সমস্যার। চিন্তা নেই, উপায় আছে।

Advertisement

কী ভাবে রূপটান করলে ডবল চিন বোঝা যাবে না?

১) ‘ডবল চিন’ ঢাকার সব থেকে ভাল উপায় মুখের অন্যান্য অংশের মেকআপের দিকে বাড়তি নজর দেওয়া। চোখের সাজের উপর বেশি করে নজর দিন। ‘স্মোকি আই’ করলে সকলের নজর আগে চোখের দিকেই যাবে। সেই সঙ্গেই পোশাকের সঙ্গে মানানসই ব্লাশ গালে বুলিয়ে নিন।

২) চোয়ালের হাড় হাইলাইট করতে হবে। গোলাকৃতি মুখকে পানপাতার আকৃতি দিতে, বেশি লম্বা মুখকে ডিম্বাকৃতি দেখাতে এই পন্থার উপর ভরসা রাখতেই পারেন। তবে সব সময় ব্রাশ নীচ থেকে উপরের দিকে স্ট্রোকে টানবেন। উল্টো করলে কিন্তু পুরোটাই মাটি।

৩)মেকআপ করার সময় মুখ, গলা, কলার বোনে উপর নজর দিন। কপাল-নাকের টি জোন, চোয়ালের হাড়, কলার বোনে কনসিলার দিতে ভুলবেন না।

৪) গায়ের রং ফর্সা হলে গোলাপি শেডের ব্লাশার ব্যবহার করুন। এই শেডের ব্লাশ পরলে মোটেই চড়া দেখাবে না, বরং অনেক বেশি উজ্জ্বল লাগবে। কোরাল, পিচ করে ব্লাশও ব্যবহার করতে পারেন। উজ্জ্বল শ্যামবর্ণ রং হলে একটু গাঢ় শেডের গোলাপি মন্দ লাগবে না। পিচ রঙের ব্লাশারও মানাবে। যাঁদের গায়ের রং খুব উজ্জ্বল নয় আবার চাপাও নয়, তাঁরা হালকা গোলাপি ব্লাশার ব্যবহার করতেই পারেন।

৫) সব শেষে গালের একেবারে উপরের দিকে সামান্য একটু হাইলারটার দিয়ে ফিক্সার স্প্রে করে নিন। ফিক্সার মেখে আধ মিনিট ফ্যানের তলায় থাকুন। ব্যস, দেবী লক্ষ্মীর আরাধনার জন্য আপনি একে বারে প্রস্তুত।

Advertisement
আরও পড়ুন