Hair mask

নারকেল তেলে একটি উপকরণ মিশিয়ে মাখলেই ফিরবে চুলের আর্দ্রতা, মাথার ত্বকও থাকবে ভাল

মুখের ত্বককে মৃতকোষ মুক্ত করতে অনেকেই এক্সফলিয়েটর বা স্ক্রাবার ব্যবহার করেন। যা ত্বকে রক্ত সঞ্চালনও বাড়িয়ে দিতে সাহায্য করে। মাথার ত্বকে এক্সফলিয়েটর ব্যবহার করলেও তা একই কাজ করবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২০:৫৪

—ফাইল চিত্র।

চুলে পুষ্টি জোগাতে নারকেল তেল মাখার কথা ঠাকুরমা-দিদিমারা বলে আসছেন অনেক কাল আগে থেকে। তবে রূপটান শিল্পীরা বলছেন, শুধু নারকেল তেলে না মেখে তার সঙ্গে হাতের কাছে থাকা খুব সহজ একটি উপকরণ মিশিয়ে নিয়ে মাথায় মাখলে তা শুধু চুল নয় মাথার ত্বককেও ভাল রাখবে।

Advertisement

মুখের ত্বককে মৃতকোষ মুক্ত করতে অনেকেই এক্সফলিয়েটর বা স্ক্রাবার ব্যবহার করেন। যা ত্বকে রক্ত সঞ্চালনও বাড়িয়ে দিতে সাহায্য করে। মাথার ত্বকে এক্সফলিয়েটর ব্যবহার করলে তা রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে তো বটেই পাশাপাশি মাথার ত্বককে মৃতকোষ মুক্ত করে খুশকির মতো সমস্য়াও দূরে রাখবে।

কী উপকরণ মেশাতে হবে নারকেল তেলের সঙ্গে?

রূপটান শিল্পীরা বলছেন নারকেল তেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে মাথায় মাখলে, তাতে চুলের আর্দ্রতা যেমন ফিরবে, তেমনই নতুন চুল গজাতেও সাহায্য করবে।

কী ভাবে সাহায্য করবে?

চিনি মাথার ত্বককে মৃতকোষ এবং খুশকি মুক্ত করে চুলের রন্ধ্রপথ উন্মুক্ত করবে। পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি হওয়ায় নতুন চুল গজাতে সাহায্য করবে। চিনি এবং তেল বজায় রাখবে চুলের আর্দ্রতাও।

কী ভাবে বানাবেন?

নারকেল তেল গরম করে তাতে ব্রাউন সুগার মিশিয়ে ওই মিশ্রণটি মাথার ত্বকে মাসাজ করুন। তার পরে ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন