Uorfi Javed’s Skincare Tips

ঠোঁট নিয়ে বিতর্ক থাকলেও উর্ফী ত্বকের জন্য ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন, কী মাখেন তিনি?

সমালোচনা করলেও অনুরাগীরা তাঁকে নানা ‘অবতারে’ দেখতে পছন্দ করেন, সে কথা উর্ফীও জানেন। তবে শুধু পোশাক নয়, মডেল–অভিনেত্রীর ত্বকও নেটাগরিকদের কাছে যথেষ্ট চর্চার বিষয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮
Uorfi Javed

উর্ফী নিজের ত্বকের যত্ন নেন কী ভাবে? ছবি: ইনস্টাগ্রাম।

পোশাক নিয়ে বিতর্ক আছে। বিতর্ক আছে উর্ফীর জীবনযাপন নিয়েও। ফ্যাশন এবং নিজেকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে তিনি ভালবাসেন। পয়সা বাঁচানোর জন্য অল্পবয়সে ভুল জায়গা থেকে ঠোঁট পুরু করিয়েছিলেন উর্ফী। তার ফল যে কী ভয়ানক হয়েছিল, তা নিয়ে কিছু দিন আগেই সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি।

Advertisement

সমালোচনা করলেও অনুরাগীরা তাঁকে নানা ‘অবতারে’ দেখতে পছন্দ করেন, সে কথা উর্ফীও জানেন। তবে শুধু পোশাক নয়, মডেল–অভিনেত্রীর ত্বকও নেটাগরিকদের কাছে যথেষ্ট চর্চার বিষয়। কোনও রাখঢাক না রেখে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে উর্ফী জানিয়েছেন, দাগছোপবিহীন, এমন নিটোল ত্বকের জন্য তিনি ঘরোয়া প্যাকের উপরেই ভরসা করেন। চাইলে সেই জিনিসটি আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন।

মডেল অভিনেত্রী উর্ফী জাভেদ।

মডেল অভিনেত্রী উর্ফী জাভেদ। ছবি: ইনস্টাগ্রাম।

উর্ফীর শেখানো প্যাক বানাতে কী কী লাগবে?

উপকরণ:

১ কাপ ওট্‌স

১টি পাকা কলা

আধ কাপ অ্যাভোকাডো

১ টেবিল চামচ মধু

পদ্ধতি:

একসঙ্গে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিন। ভাল করে ব্লেন্ড করে নিয়ে মুখে মেখে রাখুন মিনিট কুড়ি। তার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আর হ্যাঁ, ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজ়ার মাখতে কিন্তু ভুলবেন না।

Advertisement
আরও পড়ুন