Skin Care before Puja

অভিনেত্রী মৃণালের মতো জেল্লা চাই ত্বকে? পুজোর আগে মুখে কী মাখলে আর মেকআপ প্রয়োজন পড়বে না

দক্ষিণী ছবির পর এখন বলিউডেও বেশ রমরমা অভিনেত্রী মৃণাল ঠাকুরের। সম্প্রতি ইনস্টাগ্রামের এক রিলে অভিনেত্রী নিজের কোমল ত্বকের রহস্য ভাগ খরে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছেলেবেলা থেকেই রূপচর্চার জন্য মায়ের উপর ভরসা রাখেন মৃণাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮
পুজোয় আগে মুখের জেল্লা ফেরাতে মৃণালের মায়ের কোন টোটকা কাজে আসবে?

পুজোয় আগে মুখের জেল্লা ফেরাতে মৃণালের মায়ের কোন টোটকা কাজে আসবে? ছবি: সংগৃহীত।

নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কম-বেশি আগ্রহ থাকেই দর্শকের মনে। নায়ক-নায়িকাদের রোজের জীবন, তাঁদের পছন্দ-অপছন্দ নিয়ে নানা কৌতূহল থাকে অনুরাগীদের। দক্ষিণী ছবির পর এখন বলিউ়ডেও বেশ রমরমা অভিনেত্রী মৃণাল ঠাকুরের। সম্প্রতি এক ইনস্টাগ্রামের রিলে অভিনেত্রী নিজের কোমল ত্বকের রহস্য ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

ছেলেবেলা থেকেই রূপচর্চার জন্য মায়ের উপর ভরসা রাখেন মৃণাল। অভিনেত্রী ভিডিয়োয় বলেন, ‘‘ছোটবেলায় রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মা আমার সারা মুখে আমন্ড অয়েল মাখিয়ে দিতেন।’’ অভিনেত্রীর মা বন্দনা ঠাকুর বলেন, ‘‘কাঠবাদামের তেল রক্ত সঞ্চালনের জন্য বেশ ভাল, ত্বকের জেল্লা বৃদ্ধি করতে এই তেল দারুণ উপকারী।’’

কাঠবাদামের তেলে প্রদাহনাশক উপাদান থাকে।

কাঠবাদামের তেলে প্রদাহনাশক উপাদান থাকে। ছবি: শাটারস্টক।

রূপচর্চায় আমন্ড অয়েল কতটা কার্যকর?

ইদানীং রূপচর্চায় কাঠবাদামের তেলের কদর বাড়ছে। রূপচর্চা শিল্পীরাও বলছেন, ধারাবাহিক ভাবে ত্বকের যত্ন নিলে খুব স্বল্প মেকআপেই নজরকাড়া হয়ে ওঠে যায়। ত্বক সুন্দর রাখার ক্ষমতা রয়েছে কাঠবাদাম তেলের।

ত্বকের জন্য কেন উপকারী?

১. কাঠবাদামের তেলে প্রদাহনাশক উপাদান থাকে, যা ত্বকে জ্বালা, চুলকানি কমাতে সাহায্য করে। চোখের নীচের বলিরেখা, ফোলা ভাব কমাতেও এই তেল সাহায্য করে।

২. মুখের কালচে ভাব, রোদে পোড়া দাগ দূর করে স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে আমন্ড অয়েল।

৩. এতে থাকা রেটিনয়েড বলিরেখা কমায়, ত্বক টানটান রাখে। ফলে অল্পবয়সে বলিরেখা এড়াতে রোজ রাতে মুখে কাঠবাদামের তেল মাখতে পারেন।

৪. ত্বকের খসখসে ভাব, ব্রণের ফলে হওয়া দাগ, ক্ষত মিলিয়ে দিতেও সাহায্য করে তেলটি।

৫. স্পর্শকাতর ত্বকের জন্যও আমন্ড অয়েল ভাল।

Advertisement
আরও পড়ুন