DIY Mask for Eye

গরমে চোখে জ্বালা ভাব দূর করতে ব্যবহার করতে পারেন সহজ আইমাস্ক! দূর হবে চোখের তলার কালিও

গরমে বাইরে বেরোলে রোদের তাপে অনেক সময়েই চোখ জ্বালা করে। চোখে অস্বস্তি হতে পারে দীর্ঘ ক্ষণ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকলেও। দু’ ক্ষেত্রেই চোখের সমস্যা হতে পারে। চোখের তলায় কালিও পড়তে পারে। আই মাস্ক সমস্যা অনেকটা সামাল দিতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ২০:৩৩

ছবি : সংগৃহীত।

ত্বকে নানা ধরনের মাস্ক ব্যবহার করেন। মাস্ক ব্যবহার করেন চুলেও। ইদানীং ঠোঁটেও মাস্ক ব্যবহার করা হচ্ছে। তা হলে চোখেরই বা মাস্ক হবে না কেন। উঁহু শসার চাকতি কিংবা ঠান্ডা টি ব্যাগ নয়। চুল বা মুখের জন্য যেমন মাস্ক বানিয়ে ব্যবহার করেন, চোখের জন্যও ততটাই যত্ন নিতে হবে।

Advertisement

গরমে বাইরে বেরোলে রোদের তাপে অনেক সময়েই চোখ জ্বালা করে। চোখে অস্বস্তি হতে পারে দীর্ঘ ক্ষণ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকলেও। দু’ ক্ষেত্রেই চোখের সমস্যা হতে পারে। চোখের তলায় কালিও পড়তে পারে। আই মাস্ক সমস্যা অনেকটা সামাল দিতে পারে। দিতে পারে সাময়িক স্বস্তিও।

কী ভাবে বানাবেন?

১। সামান্য বেকিং সোডা এবং দুধ একসঙ্গে মিশিয়ে লেই বানান। চোখের নীচের অংশে মোটা পরত দিয়ে রাখুন ১৫-২০ মিনিট। চোখ বন্ধ রেখে বিশ্রাম নিন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে নিন।

২। আপেল কেটে থেঁতো করে তার মধ্যে কয়েক চামচ দুধ মেশান। মিশ্রণটিতে তুলো ভিজিয়ে চোখের নীচে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে চোখে আরাম হবে। চোখের তলার কালিও দূর হবে।

৩। ঘুমনোর আগে চোখের চারপাশে নারকেল তেল লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। খুব দ্রুত চোখের তলার কালচে ছোপ দূর হবে।

Advertisement
আরও পড়ুন