বৃহস্পতিবার বিকেলে আগুন ধরে গার্ডেনরিচের বস্তিতে। — নিজস্ব চিত্র।
গার্ডেনরিচে আগুনে পুড়ল একের পর এক ঝুপড়ি। বৃহস্পতিবার বিকেলে আচমকাই আগুন লাগে গার্ডেনরিচে ময়লা ডিপো এলাকায়। সেখানে এক বস্তি এলাকায় আগুন ধরে যায়। কী কারণে আগুন ধরেছে, তা এখনও এখনও স্পষ্ট নয়। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় সন্ধ্যা ৬টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
যে এলাকায় আগুন ধরেছে, সেখানে অনেকগুলি ছোট ছোট ঝুপড়ি ছিল। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে ঝুপড়িগুলি। দমকল সূত্রে খবর, বিকেল সাড়ে ৪টে নাগাদ তারা খবর পায় গার্ডেনরিচের ওই এলাকায় আগুন ধরেছে। ওই খবরের পরই দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুনকে আয়ত্তে আনা সম্ভব হয়। নতুন করে আগুন ছড়ানো আটকে দেন দমকলকর্মীরা। শেষে বিকেল ৫টা ৫৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার বিকেলের এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনই স্পষ্ট নয়। কী থেকে আগুন লেগেছিল, তা-ও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। বড়দিনের বিকেলে আচমকা বস্তিতে আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরাও।
গত সপ্তাহেই নিউটাউনে ইকো পার্কের কাছে এক ঝুপড়িতে আগুন ধরেছিল। দমকলের ২০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় শেষে নিয়ন্ত্রণে আনা যায় আগুন। গত সপ্তাহে কাঁকুড়গাছিতে একটি অক্সিজেন সিলিন্ডারের কারখানাতেও আগুন ধরে যায়। বিস্ফোরণ হয় একের পর এক সিলিন্ডার।