বলিউডের তারকাদের বড়দিন কেমন কাটল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কেউ বড়দিনে বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করতে ভালবাসেন, কেউ আবার বাড়িতেই নিজের মতো করে ছুটি কাটান। অনেকেই খুব বেশি ভিড় পছন্দ করেন না, বাড়িতে একান্তে সময় কাটাতে ভালবাসেন। বলিউড তারকাদের অনেকেই বড়দিন কী ভাবে কাটিয়েছেন, তার ঝলক ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
অভিনেত্রী আলিয়া ভট্ট এই বিষয়ে পুরদস্তুর সংসারী। ব়ড়দিনটা উদ্যাপন করেছেন তাঁদের নতুন বাড়ি ‘বাস্তু’তে। সঙ্গে ছিলেন স্বামী, শাশুড়ি, ননদ ও ননদের মেয়ে। প্রতি বছরই আলিয়া নিজের বাড়িতে বড়দিনে নৈশভোজের আয়োজন করেন। আলিয়ার শ্বশুরবাড়ির লোক ছাড়া আসেন বাবা-মা ও দিদি। যদিও এ বছর আলিয়ার বড়দিনের ছবিতে অনুপস্থিত বাবা মহেশ ভট্ট, মা সোনি রাজ়দান ও দিদি শাহীন ভট্ট।
এ দিকে করিনা কপূর বড়দিনে দিদি করিশ্মা কপূর, স্বামী সইফ আলি খান ও দুই পুত্রকে নিয়ে রয়েছেন হরিয়ানায়, তাঁদের পতৌদী প্যালেসে। সেখানে কখনও সর্ষে খেতের সামনে দাঁড়িয়ে করিশ্মা ও সইফ ডুব দিচ্ছেন পুরনো দিনে। কখনও আবার করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানের মনে পড়ছে তাঁদের প্রয়াত বাবা সঞ্জয় কপূরকে। তবে করিনার দুই ছেলে তৈমুর ও জেহ্ মেতে আছে আনন্দে।
অভিনেত্রী শিল্পা শেট্টী বড়দিনের ছুটিতে সপরিবার গিয়েছেন বিদেশে বেড়াতে। যদিও গত কয়েক মাস ধরেই লুকআউট নোটিস জারি ছিল তাঁদের উপর। সম্প্রতি লন্ডনে অসুস্থ শ্বশুরকে দেখতে যাবেন বলে আদালতের কাছে আবেদন করেন শিল্পা। সেই ফাঁকেই বিদেশে বড়দিন উপভোগ করছেন তিনি।
চলতি বছরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেম ভাঙে তমান্না ভাটিয়ার। এ বছর রাতপোশাকে বড়দিন উদ্যাপনের ছবি দিলেন খালি বাড়িতে। গোটা ঘর আলোয় সাজিয়েছেন অভিনেত্রী। সঙ্গে নিজেও পরেছেন বাহারি সব গয়না।
অভিনেত্রী সোনাক্ষী সিন্হা বিয়ের পর থেকে সব উৎসব উদ্যাপন করছেন। বড়দিনও বাদ পড়েনি। স্বামী জ়াহির ইকবালের সঙ্গে বাড়িতে বড়দিনের আনন্দে মেতে উঠলেন শত্রুঘ্ন-কন্যা।
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ অবশ্য নিজে বড়দিন কাটিয়েছেন পথশিশুদের সঙ্গে। নিজে সান্টার কাছে কিছু চাননি, বরং ‘সিক্রেট সান্টা’ সেজে রকমারি উপহার বিলিয়ে দিলেন পথশিশুদের মাঝে। কারও হাতে তুলে দিলেন ফুল, কারও হাতে চকোলেট। উপহার দেওয়ার পাশাপাশি পথশিশুদের সঙ্গে খোশগল্পেও মেতে ওঠেন।