Bollywood Star at Cannes Film Festival 2025

বলিউডের ‘বড়’ তারকারা নেই! কানে মধুবালা-রেখাকে নিয়ে এলেন নীতাংশী, জ্যাকলিন সাজলেন রুপোর গয়নায়

তারকাদের পোশাক-পরিচ্ছদ নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে কান। অনেকেই মনে করছেন, এই শেষ মুহূর্তের নিষেধাজ্ঞার জন্যই কানে এ বার তারকাদের সে ভাবে দেখা যাচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১১:২৭
জ্যাকলিনের রুপোর সাজ এবং নীতাংশীর (ডান দিকে) চুলের গয়না নজর কাড়ল কান উৎসবে।

জ্যাকলিনের রুপোর সাজ এবং নীতাংশীর (ডান দিকে) চুলের গয়না নজর কাড়ল কান উৎসবে। ছবি: সংগৃহীত।

আলিয়া ভট্ট কান চলচ্চিত্রোৎসবে আসেননি। এসে পৌঁছোননি ঐশ্বর্য রাইও। কান চলচ্চিত্রোৎসবের লাল গালিচায় নজর রাখা ভারতীয়েরা হাপিত্যেশ করে বসেছিলেন বলিউডের ‘স্টাইল আইকন’দের দেখবেন বলে। রেড কার্পেটে তাঁদের নজর প্রায় পুরোটাই নিজের দিকে টেনে নিলেন ‘লাপতা লেডিজ়’-এর অভিনেত্রী নীতাংশী গোয়েল। কানে তিনি টেনে আনলেন ভারতীয় অভিনেত্রী মধুবালা, রেখা, শ্রীদেবীদের! অন্য দিকে, রেড কার্পেটে না হেঁটেও উপস্থিতি জানান দিলেন জ্যাকলিন ফার্নান্দেজ়। কানে এ বছর তারকাদের সাজগোজ নিয়ে অনেক কড়াকড়ি করা হয়েছে। সেই সব বিধিনিষেধ মেনে বলিউডের এই দুই অভিনেত্রীর সাজগোজ পছন্দ হয়েছে ফ্যাশন বোদ্ধাদের।

Advertisement

গত ১৩ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। তার আগের দিন তারকাদের পোশাক-পরিচ্ছদ নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে কান। বলা হয়েছে, তারকারা এমন কোনও পোশাক পরতে পারবেন না, যাতে নগ্নতা প্রকট হয়। এমন কোনও পোশাক পরবেন না, যাতে অনেক বেশি ঘের দেওয়া রয়েছে। আর এমন পোশাকও পরতে পারবেন না, যে পোশাকের পেছন দিকে অনেকখানি কাপড় মাটিতে লুটিয়ে থাকে। কান এ-ও বলে দিয়েছে যে, তারকাদের নিয়ম মেনেই পোশাক পরতে হবে। কারণ, ওই পোশাক সামাল দেওয়ার জন্য এত দিন যে সাহায্যকারীদের রেড কার্পেটে রাখতেন কানের উৎসব কর্তৃপক্ষ, তাঁরা এ বছর থাকবেন না। অনেকেই মনে করছেন, এই শেষ মুহূর্তের নিষেধাজ্ঞার জন্যই কানে এ বার তারকাদের সে ভাবে দেখা যাচ্ছে না।

কান চলচ্চিত্রোৎসবে জ্যাকলিন ফার্নান্দেজ়ের দু’রকম সাজ।

কান চলচ্চিত্রোৎসবে জ্যাকলিন ফার্নান্দেজ়ের দু’রকম সাজ।

কানে যে সমস্ত তারকা লাল গালিচায় হাঁটেন তাঁদের প্রায় প্রত্যেকেরই পোশাকে অল্পবিস্তর ওই সব ক’টি বৈশিষ্ট্য থাকে, যা এ বছর নিষিদ্ধ। কানের আমন্ত্রিতেরা সেই সব পোশাক কয়েক মাস ধরে পরিকল্পনা করেন পোশাকশিল্পীদের সঙ্গে। ২৪ ঘণ্টার নোটিসে আচমকা নিয়ম বদলানোয়, বহু তারকাকেই পোশাক বাতিল করতে হয়েছে। এই পরিস্থিতিতে কানে নজর রাখা বলিউড ভক্তেরা তাঁদের পছন্দর তারকাদের দেখতে না পেয়ে কিছুটা হতাশই হয়েছিলেন। সেই হতাশা কিছুটা কাটালেন নীতাংশী আর জ্যাকলিন।

জ্যাকলিন রেড কার্পেটে হাঁটেননি। কানে তিনি এসেছিলেন রেড সি ফিল্ম ফেস্টিভালের আয়োজকদের আমন্ত্রণে। জ্যাকলিন সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাদা রঙের শার্ট ও সাদা ট্রাউজ়ার্সের সঙ্গে একটি রুপোলি রঙের করসেট পরে। পায়ে পরেছিলেন রুপোলি স্টিলেটো। খোলা চুলে ওই সাজে জ্যাকলিনকে স্মার্ট দেখাচ্ছিল। পরের দিন জ্যাকলিন পরেছিলেন একই ধরনের সাদা শার্ট। তবে তার সঙ্গে লম্বা ঝুলের সাদা স্কার্টের উপর গা-ভরা রুপোর গয়না। রুপোর আর্মলেট, রুপোর কোমরবন্ধ পরেছিলেন তিনি। ফ্যাশন সমালোচকদের অনেকেই জ্যাকলিনের বুদ্ধিদীপ্ত পোশাক চয়নের প্রশংসা করেছেন।

প্রথম কানের রেড কার্পেটে হাঁটলেন ‘লাপাতা লেডিজ়’ অভিনেত্রী (বাঁ দিকে)। কানের দ্বিতীয় দিনে  চুলের সাজে বলিউড অভিনেত্রীদের শ্রদ্ধার্ঘ্য নীতাংশীর (ডান দিকে)। মাঝে নীতাংশীর প্রজাপতি পোশাক।

প্রথম কানের রেড কার্পেটে হাঁটলেন ‘লাপাতা লেডিজ়’ অভিনেত্রী (বাঁ দিকে)। কানের দ্বিতীয় দিনে চুলের সাজে বলিউড অভিনেত্রীদের শ্রদ্ধার্ঘ্য নীতাংশীর (ডান দিকে)। মাঝে নীতাংশীর প্রজাপতি পোশাক।

নীতাংশী অবশ্য কানের রেড কার্পেটে হেঁটেছেন। কানের বিভিন্ন অনুষ্ঠানে তিনটি পোশাক পরেছেন তিনি। প্রথম দিন রেড কার্পেটে হেঁটেছেন সোনালি আর কালো রঙের একটি স্ট্র্যাপলেস গাউন পরে। তার পরের দিন সকালে তিনি পরেছিলেন একটি লেহঙ্গা শাড়ি। তবে পোশাকের থেকে বেশি নজর কেড়েছিল নীতাংশীর চুলের বিনুনিতে বাঁধা মুক্তোর গয়না। যাতে মধুবালা, রেখা, শ্রীদেবী-সহ ভারতীয় সিনেমার দশ অভিনেত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি। নীতাংশীর চুলের গয়নায় ছোট ছোট ফ্রেমে ঝোলানো ছিল ওই অভিনেত্রীদের সাদা-কালো ছবি। আর একটি অনুষ্ঠানে নীতাংশিকে একটি হালকা গোলাপি এবং সমুদ্রসবুজ রঙের মিনি ড্রেস পরতেও দেখা গিয়েছে। ফ্যাশনপ্রেমীদের বক্তব্য, প্রজাপতির মতো দেখতে ওই পোশাকে নীতাংশীকে প্রজাপতির মতোই সুন্দর দেখাচ্ছিল।

Advertisement
আরও পড়ুন