কোন রঙের শার্টের সঙ্গে কোন রঙের ট্রাউজ়ার পরবেন? ছবি: ইনস্টাগ্রাম।
ইদানীং অনেক পুরুষই পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। বলিউড অভিনেতা রণবীর সিংহের মতো না হলেও অনেককেই দেখা যাচ্ছে বাঁধাধরা ছকের বাইরে পোশাক পরতে। কেউ ফ্লোরাল প্রিন্টের শার্ট পরছেন, কেউ আবার শীতকালীন পোশাকেও বেশ চমক দিচ্ছেন। তবে অনেকেই রং নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চান না। সাদা-কালো আর নীলের বাইরে অন্য রঙে অনেকেই স্বচ্ছন্দ না। সাদা শার্ট সঙ্গে কালো ট্রাউজ়ারের যুগলবন্দি সব সময়েই বেশ আকর্ষণীয়। পুরুষদের আলমারিতে এই দুই রঙের জামাকাপড় না থাকলেই নয়! তবে এ ছাড়া আর কোন কোন রঙের মেলবন্ধনে সব পুরুষকেই ভাল মানাবে, রইল তার হদিস।
১) মেরুন-ধূসর: আলমারিতে একটা মেরুন শার্ট রাখলেও কিন্তু মন্দ হয় না। তবে সেই শার্টের সঙ্গে কোন রঙের ট্রাউজ়ার পরবেন, সেটা ভেবে মাথায় হাত দেওয়ার প্রয়োজন নেই। মেরুন আর ধূসর রঙের মেলবন্ধন সব সময়ই হিট।
ভিকির মতো সবুজ শার্টের সঙ্গে বাদামি ট্রাউজ়ার পরেই করতে পারেন বাজিমাত। ছবি: ইনস্টাগ্রাম।
২) অলিভ গ্রিন-বাদামি: কোনও পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে আউটিং, কী রঙের পোশাক পরবেন বুঝতে না পারলে অলিভ গ্রিন আর বাদামি রঙের জুটি পরতে পারেন। গায়ের রং যেমনই হোক না কেন, সকলকেই এই দুই রং বেশ মানায়।
৩) আকাশি-কালো: আকাশি রং আর কালোর মেলবন্ধন কিন্তু সবাইকেই ভাল মানায়। অফিস হোক বা কোনও অনুষ্ঠান, আকাশি শার্টের সঙ্গে কালো জিন্স কিন্তু রাখতেই পারেন পছন্দের তালিকায়।
৪) নীল-সাদা: নীল শার্টের সঙ্গে সাদা ট্রাউজ়ার্স পরেছেন কখনও? ট্রাউজার বা জিন্স কিনতে গেলেই তো কালো, ধূসর আর নীলের বাইরে বেরোতে চান না পুরুষেরা। আলমারিতে সাদা ট্রাউজ়ার্স রাখলে আপনি কিন্তু যে কোনও রঙের শার্টের সঙ্গেই তা পরে ফেলতে পারেন।
৫) গোলাপি-ধূসর: গোলাপি মানেই মেয়েদের রং, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। ছেলেদেরও এই রং বেশ মানায়। গোলাপি শার্টের সঙ্গে ধূসর রঙের ট্রাউজ়ার বেশ ভাল মানায়। একই রঙের পোশাক রোজ না পরে এই রংগুলিও পরে দেখতে পারেন।