Cristiano Ronaldo

ওজন ৩৫ ক্যারাট! রোনাল্ডো-জর্জিনার বাগ্‌দানের আংটি ঘিরে চর্চা, হিরেটির দাম কত?

বান্ধবী জর্জিনা রডরিগেজ়ের সঙ্গে বাগ্‌দান সেরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জর্জিনার অনামিকায় বিশালাকার হিরেটির দাম নিয়ে কৌতূহল চোখে পড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৪:৩২
Portuguese footballer Cristiano Ronaldo proposed to Georgina Rodriguez with a 35 carat diamond ring know its price

রোনাল্ডো এবং জর্জিনার বাগ্‌দানের আংটি ঘিরে চর্চা শুরু হয়েছে। ছবি: সংগৃহীত।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রডরিগেজ় সোমবার বাগ্‌দান সেরেছেন। কোনও জমকালো অনুষ্ঠান নয়, খবরটি জানাতে সমাজমাধ্যমকেই বেছে নিয়েছেন জর্জিনা। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ছবিতে পর্তুগিজ ফুটবল তারকার হাতের উপর রাখা জর্জিনার হাতে একটি বিশালাকার হিরের আংটি দেখা গিয়েছে। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় রয়েছে জর্জিনার অনামিকায় উজ্জ্বল আংটি।

Advertisement

রোনাল্ডোর দেওয়া এই আংটি ঘিরে সমাজমাধ্যমে অনেকেই চর্চা শুরু করেছেন। রত্ন বিশেষজ্ঞদের মধ্যে থেকে নানা মত প্রকাশ্যে এসেছে। কারও মতে, অত্যন্ত দুর্লভ একটি হিরে আংটিতে বসানো হয়েছে। সূত্রের দাবি, হিরেটি ২৫ থেকে ৩৫ ক্যারাটের। হিরেটি নিখুঁত ভাবে কাটা হয়েছে বলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকে মনে করছেন, বিশ্বের প্রথম সারির দামি হিরেগুলির তালিকায় থাকবে এটি। তবে এই হিরের আংটির দাম নিয়েও নানা মতামত চোখে পড়ছে। বিভিন্ন সূত্রের দাবি, হিরেটির দাম ভারতীয় মুদ্রায় ২৬ কোটি টাকা থেকে ৪৪ কোটি টাকা হতে পারে।

উল্লেখ্য, রোনাল্ডো এবং জর্জিনা প্রায় ৮ বছর ধরে সম্পর্কে রয়েছেন। একটি বিলাসবহুল পোশাকের দোকানে তাঁদের প্রথম আলাপ। জর্জিনা সেখানেই কর্মরত ছিলেন।

Advertisement
আরও পড়ুন