Met Gala 2025

বিরতির পর মেট গালায় ফিরছেন প্রিয়ঙ্কা, অভিনেত্রীর সাজে থাকছে কেমন চমক?

৫ মে মেট গালার লাল গালিচায় বলিউডের প্রতিনিধি হিসেবে থাকছেন শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্জ। তাঁদের সঙ্গেই থাকবেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৩:৫৮
Priyanka Chopra serves glamour in a black gown at a pre Met Gala 2025 event

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। ছবি: সংগৃহীত।

প্রায় দু’বছরের বিরতির পর মেট গালায় ফিরছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। কিন্তু মূল অনুষ্ঠানে যে অভিনেত্রী তাঁর সাজে চমক হাজির করতে চলেছেন, তার ইঙ্গিত পাওয়া গেল রবিবারের প্রি-মেট গালা অনুষ্ঠানে। মূল অনুষ্ঠানে অভিনেত্রী কী ভাবে সাজবেন, তা নিয়েও শুরু হয়েছে চর্চা।

Advertisement

প্রি-মেট গালা অনুষ্ঠানে প্রিয়ঙ্কার পরনে ছিল কালো রঙের স্লিভলেস গাউন। ফিট ছিল কিছুটা চাপা। পোশাকটি অল্প আলোয় জ্বলজ্বল করবে, এ রকম কাপড়ে তৈরি। অভিনেত্রীর কানে ছিল সোনালি দুল। পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে পায়ে ছিল কালো উঁচু হিল জুতো। হালকা রূপটানে তাঁর লুকটি হয়ে উঠেছিল আকর্ষণীয়। প্রি-মেট গালার জন্য অভিনেত্রীর ছিমছাম লুক অনুরাগীদের একাংশের পছন্দ হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে মেট গালার থিম ‘ব্ল্যাক ফ্যাশন’। ২০০৯ সালে প্রকাশিত মনিকা এল মিলারের লেখা ‘স্লেভস টু ফ্যাশন: ব্ল্যাক ডায়নামিজ়ম অ্যান্ড দ্য স্টাইলিং অফ ব্ল্যাক ডায়াস্পোরিক আইডেন্টিটি’ বইটি এই ভাবনার নেপথ্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই প্রি-মেট গালা অনুষ্ঠানেও প্রিয়ঙ্কার পরনে কালো পোশাক দেখা গিয়েছে।

Priyanka Chopra serves glamour in a black gown at a pre Met Gala 2025 event

প্রি-মেট গালা অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। ছবি: সংগৃহীত।

এই নিয়ে পঞ্চম বার মেট গালার লাল গালিচায় হাঁটতে চলেছেন প্রিয়ঙ্কা। সূত্রের দাবি, মূল অনুষ্ঠানের জন্যেও প্রিয়ঙ্কা কালো রংকেই বেছে নিয়েছেন। আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারী সংস্থা ‘বামে’র পোশাকে মেট গালার লাল গালিচায় হাজির হবেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর পোশাকটি তৈরি করেছেন অলিভিয়ের রসটিং। অভিনেত্রীর পরনে এরই সঙ্গে থাকবে বুগারির নজরকাড়া অলঙ্কার।

২০১৭ সালে প্রথম মেট গালায় অভিষেক হয় প্রিয়ঙ্কার। সে বার তাঁর পরনে ছিল র‌্যাল্‌ফ লরেনের তৈরি একটি ট্রেঞ্চ কোট। তাঁর সঙ্গে ছিলেন নিক জোনাস। পরের বছর তাঁরা বিয়ে করেন। সে বছর মেট গালায় প্রিয়ঙ্কার পরনে ছিল লাল ভেলভেটের গাউন। ২০১৯ সালে অভিনেত্রীর ‘কেজ লুক’ নিয়ে বিস্তর চর্চা হয়। ২০২৩ সালে ভ্যালেন্টিনো কোটিওরের তৈরি কালো স্যাটিনের গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। এ বারে তাঁর লুক কতটা আকর্ষণীয় হয়ে ওঠে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন