Samantha Ruth Prabhu and Raj Nidimoru wedding

বিয়েতে লাজে নয়, সাজে রাঙা হলেন সমান্থা! জমকালো না হলেও নজর কাড়ল নববধূর বেশ

কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা-রাজ। সমাজমাধ্যমে ইতিমধ্যেই বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কী কী বিশেষ চমক ছিল নববধূর সাজে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৪:৫২
বিয়ের বেশে রাজ-সমান্থা।

বিয়ের বেশে রাজ-সমান্থা। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে সারলেন সমান্থা রুথ প্রভু। সোমবার ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা-রাজ। সমাজমাধ্যমে ইতিমধ্যেই বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

Advertisement

বিয়ের আসরে সমান্থার পরনে পোশাকশিল্পী অর্পিতা মেহতার নকশা করা টুকটুকে লাল রঙের কাতান সার্টিন বেনারসি শাড়ি। বেনারসির পাড় আর আঁচলে জারদৌসির সূক্ষ্ম কারুকাজ। শাড়ির গা জুড়ে ফুলেল জরির নকশা। সমান্থার বোটনেক ব্লাউজ়ের পিঠের দিকেও দেখা যাচ্ছে জারদৌসির নকশা। নায়িকার ব্লাউজ়ের নকশা করেছেন বাঙালি শিল্পী জয়তী বসু। ব্লাউজ়ে নজর কেড়েছে জীবন বৃক্ষ ও দেবীর নয়ন। কুন্দন কংবা হিরে নয়, বিয়েতে সোনার সাজেই সেজেছেন অভিনেত্রী। গলায় ভারী নেকলেস, কানে ভারী ঝোলা দুল, দু’হাত জুড়ে সোনার বালা, চূড়, গলায় মঙ্গলসূত্র, ডান হাতের দু’আঙুলে সোনার আংটি। সমান্থার সাজে নজর কেড়েছে তাঁর বিয়ের চারকোণা হিরের আংটিটি। হাত জুড়ে মেহন্দি নয়, সমান্থার মেহন্দির নকশায় ছিল একেবারেই অল্প কাজ। পায়েও মেহন্দি পরেছেন তিনি। খোলা চুল নয়, খোঁপা বেঁধেছেন অভিনেত্রী। খোঁপায় ছিল ফুলের মালা। বিয়ের দিন নায়িকার স্টাইলিস্ট ছিলেন পল্লবী সিংহ।

সমান্থা-রাজের বিয়ের নানা মুহূর্তের ঝলক।

সমান্থা-রাজের বিয়ের নানা মুহূর্তের ঝলক। ছবি: ইনস্টাগ্রাম।

অন্য দিকে, রাজের পরনে ছিল সাদা কুর্তা-পাজামা আর সোনালি রঙের জওহর কোট। রাজের পোশাকের নকশা করেছেন পোশাকশিল্পী তরুণ তহিলানি। একেবারে সাদামাটা সাজেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

জমকালো নয়, বাহুল্যহীন ভাবে মাত্র ৩০ জনের উপস্থিতিতে বিয়ে সেরেছেন সমান্থা-রাজ। দু’জনের সাজ অনাড়ম্বর হলেও নজর কেড়েছে অনুরাগীদের।

Advertisement
আরও পড়ুন