Sara Tendulkars Home Remedy

‘গন্ধ সহ্য করতে পারতাম না’, মায়ের কোন টোটকা মেনে এমন ঘন চুল সচিন-কন্যা সারার?

মেয়ে সারাকে বিশেষ একটি তেল মাখাতেন মা অঞ্জলি তেন্ডুলকর। রূপচর্চায় ঘরোয়া টোটকা কতটা কার্যকর? কী বলছেন চিকিৎসকেরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:১৭
অপছন্দ হলেও মা জোর করে মাখাতেন সারা তেন্ডুলকরকে? কী সেই তেল?

অপছন্দ হলেও মা জোর করে মাখাতেন সারা তেন্ডুলকরকে? কী সেই তেল? ছবি: সংগৃহীত।

বাবার পরিচিতি শুধু নয়, এখন অনেকেই তাঁকে নিজের পরিচয়ে জানেন। মডেলিং দুনিয়ায় আগেই পা রেখেছেন। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে ক্লিনিক্যাল এবং পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে মাস্টার ডিগ্রিও অর্জন করেছেন। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীও যথেষ্ট। কথা হচ্ছে, সারা তেন্ডুলকরকে নিয়ে। রূপ-গুণে অসংখ্য ভক্তের হৃদয় জয় করেছেন তিনি ইতিমধ্যেই।

Advertisement

সমাজমাধ্যমে সারা মাঝেমধ্যেই নানা রকম রূপটান, সাজগোজের কৌশল ভাগ করে নেন। জানান তাঁর যাপন-কথাও। সেই সারার মুখেই একটি সাক্ষাৎকারে শোনা গেল তাঁর রূপচর্চার রহস্য।

ঘরোয়া পদ্ধতি না কি নামী-দামি প্রসাধনী কোনটি বেশি পছন্দ তাঁর, এমন নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় সারাকে। সচিন-কন্যা জানিয়েছেন, ছোটবেলায় তাঁর ঘোরতর অপছন্দ থাকলেও মায়ের টোটকায় রূপচর্চা করেছেন তিনি। বিষয়টি কী? সারার মা, অঞ্জলি তেন্ডুলকর মেয়েকে পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল এবং রোজমেরি তেল মিশিয়ে মাখাতেন। সারার কথায়, ‘‘তেলের উৎকট গন্ধ ঘোরতর অপছন্দ ছিল আমার।’’

মা-ঠাকুরমারা এমন অনেক ঘরোয়া টোটকাই সন্তানদের উপর প্রয়োগ করেন। কিন্তু তা কতটা লাভজনক? ত্বকের চিকিৎসক পল্লবী সুলে বলছেন,‘‘ পেঁয়াজে অ্যান্টি মাইক্রোবিয়াল, প্রদাহনাশক উপাদান থাকে। পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি চুলের অকালপক্বতা রোধেও তা সহায়ক।’’

ত্বকের চিকিৎসক মানসী শিরোলিকা জানাচ্ছেন, চুল তৈরি হয় কেরাটিন নামক প্রোটিন দিয়ে। সেই প্রোটিনের অন্যতম উপাদানই হল সালফার। পেঁয়াজে সালফার মেলে যথেষ্ট পরিমাণে। সে কারণেই পেঁয়াজের রস মাথার ত্বকে মাখলে চুল ভাল থাকে।

পেঁয়াজের রস মাখলে নতুন চুল গজাবে?

পেঁয়াজের রস মাখলে নতুন করে চুল গজায় এমন ধারণা রয়েছে। চিকিৎসক মানসীর কথায়, এই ব্যাপারে যথেষ্ট গবেষণা এখনও হয়নি। তবে কোনও কোনও সমীক্ষায় দেখা গিয়েছে কারও কারও ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করছে।

পেঁয়াজের রস উপকারী হলেও, চিকিৎসকের পরামর্শ না নিয়ে সেটি ব্যবহার করা অনুচিত। ত্বকের রোগের চিকিৎসকেরাই জানাচ্ছেন, অনেক সময় পেঁয়াজের রস মাখলে বিপত্তিও হতে পারে। মাথার ত্বক চুলকাতে পারে। তাই পেঁয়াজের রস কী ভাবে কতটা মাখতে হবে তা বুঝতে হবে। চিকিৎসকের পরামর্শ, পেঁয়াজের রস ব্যবহারের আগে ‘প্যাচ টেস্ট’ জরুরি।

Advertisement
আরও পড়ুন