Sara Tendulkar

গোয়ার সৈকতে সময় কাটাচ্ছেন সচিন-কন্যা সারা, সাজগোজে টেক্কা দিচ্ছেন বলি নায়িকাদেরও

সারা পরেছেন একটি মনোকিনি। তার গলার দু’পাশে রয়েছে সোনালি আর আকাশি রঙের ‘শিকল’-এর কারুকাজ। মনোকিনির সঙ্গে কোমরে সারা পরেছেন হালকা আকাশির উপর ছোট ছোট ফুলের নকশা করা স্যারং।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৮:৪৫
সারা তেণ্ডুলকার।

সারা তেণ্ডুলকার। —ফাইল চিত্র।

গোয়ার সৈকতে সময় কাটাচ্ছেন সচিন তেণ্ডুলকরের কন্যা সারা। হলুদ বালুচর আর নীলআকাশের মাঝে সমুদ্রকে পিছনে রেখে একের পর এক ছবি শেয়ার করছেন ইনস্টাগ্রামের পাতায়। শেয়ার করেছেন সমুদ্রে নামার ভিডিয়োও। সেই সব ছবি আর ভিডিয়ো দেখে নতুন করে সারা তেণ্ডুলকরের প্রেমে পড়েছে ফ্যাশন দুনিয়া।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম

সমুদ্রতীরে সারা নিজেকে লেন্সবন্দি করেছেন সমুদ্র নীল সাঁতার পোশাকে। সেই রং আর সেই পোশাকে সারাকে দেখে মুগ্ধ ফ্যাশন দুনিয়া। ফ্যাশন সমালোচকদের বক্তব্য সৈকতের ফ্যাশনে আচ্ছা আচ্ছা নায়িকাদেরও টক্কর দিয়েছেন ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ সচিনের কন্যা।


ছবি: ইনস্টাগ্রাম

সারা পরেছেন একটি মনোকিনি। তার গলার দু’পাশে রয়েছে সোনালি আর আকাশি রঙের ‘শিকল’-এর কারুকাজ। মনোকিনির সঙ্গে কোমরে সারা পরেছেন হালকা আকাশির উপর ছোট ছোট ফুলের নকশা করা স্যারং। গলায় পরেছেন নীলচে সবুজ রঙের ছোট্ট লকেট দেওয়া সরু চেন। ফ্যাশনপ্রেমীরা বলছেন, সারার মনোকিনির ওই শিকলই কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে সৈকত ফ্যাশনের আবেদন।

সৈকতের ভিডিয়োতে সারাকে দেখা যাচ্ছে আরও এক বান্ধবীর সঙ্গে সমুদ্রস্নান করতে।

ছবি: ইনস্টাগ্রাম

Advertisement
আরও পড়ুন