Hardik Pandya

হার্দিকের মায়ের সঙ্গে কথা বললেন মাহিকা! নতুন বছরেই কি চারহাত এক করবেন ক্রিকেটতারকা?

কিছু দিন আগেই মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। কোনও রাখঢাক না করেই প্রেমের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন হার্দিক ও মাহিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২১:৩৭
হার্দিকের মায়ের সঙ্গে মাহিকার দেখা!

হার্দিকের মায়ের সঙ্গে মাহিকার দেখা! ছবি: সংগৃহীত।

জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ড্য। সম্পর্কে সিলমোহরও দিয়েছেন ক্রিকেটতারকা। এ বার প্রেমিকাকে মায়ের সঙ্গে কথাও বলিয়ে দিলেন তিনি।

Advertisement

কিছু দিন আগেই মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। কোনও রাখঢাক না করেই প্রেমের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন হার্দিক ও মাহিকা। সম্পর্ক নিয়ে লুকোচুরি করতে চান না তাঁরা। প্রায়ই প্রেমিকার সঙ্গে নানা অনুষ্ঠানেও ক্যামেরাবন্দি হন হার্দিক। সম্প্রতি মাহিকা একটি স্ক্রিনশট ভাগ করেন সমাজমাধ্যমে। সেখানে দেখা যায়, ভিডিয়ো কলে হার্দিকের মা নলিনী পাণ্ড্যের সঙ্গে কথা বলছেন তিনি। ক্যাপশনে মাহিকা লেখেন, “ভৌগোলিক দূরত্বের মধ্যেই মিলল দর্শন।”

হার্দিকের মায়ের হাসিমুখ দেখে নেটাগরিকের বক্তব্য, “হবু পুত্রবধূকে পছন্দ হয়েছে শাশুড়ি মায়ের।” কিছু দিন আগেই হার্দিক ও মাহিকার বাগ্‌দানের গুঞ্জন ছড়িয়েছিল। হার্দিকের মায়ের সঙ্গে মাহিকার এই ছবি দেখে অনুরাগীরা মনে করছেন, খুব শীঘ্রই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক।

মাহিকার অনামিকায় হিরের আংটি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তাঁদের নিয়ে এ হেন জল্পনা দেখে মাহিকা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘‘সমাজমাধ্যম দেখে ভাবছি, আমার বাগ্‌দান হয়ে গিয়েছে। এ দিকে আমি শুধু সুন্দর গয়না পরতে ভালবাসি।’’ আসলে মাহিকা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ও হার্দিক মোটেই বাগ্‌দান সারেননি। যদিও একে অপরের সঙ্গ উপভোগ করছেন। হার্দিকের সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের বেশ কিছু ঝলকও তিনি মাঝেমধ্যে ভাগ করে নেন সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন