Government Job Scam

সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ! বেহালা থেকে গ্রেফতার প্রতারক

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে বেশ কিছু নিয়োগপত্র, চিঠি, লেটারহেড উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সরকারি দফতরের লেটারহেড ছিল! পুলিশের অনুমান, সব ক’টিই ভুয়ো।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২৩:১০
A man arrested for allegedly extorting Rs 50 lakh in the name of government job in Behala

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল কলকাতায়। সেই অভিযোগে পুলিশের জালে এক প্রতারক। কী ভাবে তিনি প্রতারণার ছক কষতেন, তা-ও জানাল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতের নাম ব্রজেন্দ্র দাস। তিনি বেহালার বাসিন্দা। প্রতারণার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। অভিযোগ, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বিভিন্ন ভুয়ো নথি ব্যবহার করতেন ব্রজেন্দ্র।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে বেশ কিছু নিয়োগপত্র, চিঠি, লেটারহেড উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সরকারি দফতরের লেটারহেড ছিল! পুলিশের অনুমান, সব ক’টিই ভুয়ো। শুধু তা-ই নয়, কলকাতা হাই কোর্টের নাম করে লেটারহেড এবং স্ট‍্যাম্প ব‍্যবহার করে ভুয়ো চিঠি তৈরি করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

উদ্ধার হওয়া নথিগুলির সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষায় পাঠানো হয়েছে। পাশাপাশি, ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সরকারি চাকরি দেওয়ার নাম করে কমপক্ষে ৫০ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি টাকা তুলেছিলেন বলে দাবি তদন্তকারীদের। ধৃতকে শুক্রবার আদালতে হাজির করানো হলে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
আরও পড়ুন