ফের একসঙ্গে দেব-শুভশ্রী! ছবি: সংগৃহীত।
দীর্ঘ প্রতীক্ষার পরে গত বছর মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’। এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ ছবি? আর কি তাঁদের একসঙ্গে দেখা যাবে না? এমন বহু প্রশ্ন উঠেছিল। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর। ২০২৬-এ ফের জুটি বাঁধছেন তাঁরা। এই বছর পুজোতেই নাকি মুক্তি পাবে সেই ছবি।
বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই ছবি। দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও হয়েছে বিতর্কে। সেই সব বিতর্ক পার করেই ফের জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। ‘ধূমকেতু’র প্রচার ঘিরে দর্শকের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক-প্রকাশের মঞ্চেও ধরা পড়েছিল তা। সেই দিন নিজেদের পুরনো ছবির গানে ফের একসঙ্গে নেচেছিলেন তাঁরা। পরস্পরকে সমাজমাধ্যমে অনুসরণ করেছিলেন। একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ছবি মুক্তি পেতেই ফের দূরত্ব তৈরি হয় প্রাক্তন জুটির মধ্যে। দু’জনেরই কিছু মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও বিতণ্ডা চলেছিল। বিতর্কে জড়িয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও। কিন্তু সেই বিতর্ক বাধা হয়ে থাকতে পারল না দেব-শুভশ্রীর ফের জুটি বাঁধার রাস্তায়।
আদ্যপান্ত প্রেমের ছবিতেই জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। শেষ ছবিতে তাঁদের পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এই আসন্ন ছবিতে তাঁদের কে পরিচালনা করবেন, তা এখনও স্পষ্ট নয়। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই।