Shah Rukh Khan's Fashion

পোশাক-জুতো-চশমা-ঘড়ি, সবই কালো, শুধু গলায় ঝলমল করছে হার! নতুন সাজ শেখালেন শাহরুখ?

ভারতীয় ফ্যাশনে পুরুষের গলার অলঙ্কার নতুন নয়। রাজারাজরাদের অলঙ্কার পরার চল ছিল। হাল ফ্যাশনে বিয়েতে কনের মতো বরকেও ব্রোচ, গলার হার পরানো হয়। তবে শাহরুখ যেভাবে হার পরেছেন, তা সেই ফ্যাশনের থেকে সামান্য আলাদা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:০৪
শাহরুখ খান।

শাহরুখ খান। ছবি : সংগৃহীত।

পোশাক আর সাজগোজ নিয়ে বলিউডের নতুন প্রজন্মের নায়কেরা যতটা পরীক্ষানিরীক্ষা করেন, ততটা তাঁকে করতে দেখা যায় না। কিন্তু শাহরুখ খানের অনুরাগীরা বলন, তিনি যখন সেজেগুজে লেন্সের সামনে হাজির হন, তখন বাকি নায়কেদের আর দেখতে পাওয়া যায় না। শাহরুখই হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু বলিউডের এক পুরস্কার বিতরণীর অনুষ্ঠানেও দেখা গেল শাহরুখের সাজ আকর্ষণের কেন্দ্রে। পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক পরিচ্ছদের সঙ্গে তাঁর গলায় ঝলমল করছে একটি হিরের মালা।

Advertisement
শাহরুখের গলায় হিরের হার।

শাহরুখের গলায় হিরের হার। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের ওই অনুষ্ঠানের আসর বসেছে রাজস্থানে। অধিকাংশ তারকাই সেখানে তাঁদের সেরা সাজের নমুনা দেখাচ্ছেন। শাহরুখ সেখানে উপস্থিত হলেন পোশাক শিল্পী মনীশ মলহোত্রের নকশা করা সম্পূর্ণ কালো পোশাক-আশাক পরে। ঢলঢলে কালো প্যান্টের সঙ্গে একটু নীচু গলার কালো টি শার্ট গুঁজে পরা। তার উপরে ফিটেড কালো জ্যাকেটটি শাহরুখ পরেছেন তাঁর নিজস্ব স্টাইলে—বুকের বোতাম খোলা, হাতা কনুই পর্যন্ত গোটানো। ছড়ানো কালো প্যান্টের নীচে ঝকঝকে পালিশের কালো বুটস দৃশ্যমান। সঙ্গে অলঙ্কার বলতে বাঁ হাতে চামড়ার কালো ব্যান্ডের একটি ঘড়ি, চোখে কালো সানগ্লাস, ডান হাতে একটি রিস্ট ব্যান্ড আর গলার হিরের হারখানা। বোঝাই যাচ্ছে হারটিকে উজ্জ্বল দেখাতেই সম্পূর্ণ কালো পোশাক বেছে নিয়েছেন শাহরুখ।

তখন দর্শকাসনে।

তখন দর্শকাসনে। ছবি: ইনস্টাগ্রাম।

গত বছরেও ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চেও শাহরুখ পরেছিলেন বাঙালি পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পান্নার লকেট দেওয়া হার। এ বছর শাহরুখের হিরের নেকলেস দেখে ফ্যাশন দুনিয়ার বোদ্ধারা বলছেন, ছেলেদের গয়নার ফ্যাশনে নতুন ধারা তৈরি করছেন কিং খা

ভারতীয় ফ্যাশনে পুরুষের গলার অলঙ্কার নতুন নয়। রাজারাজরাদের অলঙ্কার পরার চল ছিল। হাল ফ্যাশনে বিয়েতে কনের মতো বরকেও ব্রোচ, গলার হার পরানো হয়। তবে শাহরুখ যেভাবে হার পরেছেন, তা সেই ফ্যাশনের থেকে সামান্য আলাদা। তিনি ঐতিহ্যবাহী পোশাক— পাঞ্জাবি বা শেরওয়ানির সঙ্গে নয়, হার পরেছেন টিশার্ট, জ্যাকেটের সঙ্গে।

শাহরুখের ‘মব ফ্যাশন’।

শাহরুখের ‘মব ফ্যাশন’। ছবি: ইনস্টাগ্রাম।

সিনেমায় ওই ধরনের পোশাকের সঙ্গে গলায় সোনা বা হিরের হার পরতে দেখা যায় সাধারণ অপরাধজগতের ডনেদের। ফ্যাশন দুনিয়ায় সেই ফ্যাশনের ধারাকে বলা হয় ‘মব ফ্যাশন’। যা গত এক বছর ধরেই বিদেশি ফ্যাশনের ট্রেন্ডে রয়েছে। সেই ধারা যে ভারতীয় পুরুষদের ফ্যাশনেও স্বচ্ছন্দে জায়গা করে নিতে পারে, তা-ই দেখিয়ে দিলেন শাহরুখ।

Advertisement
আরও পড়ুন