Shehnaaz Gill

Shehnaaz Gill: কালো বডিকনে আবেদনময়ী শেহনাজ গিল! কত দামের পোশাকে উষ্ণতা ছড়ালেন জানেন?

এই সময়ের অন্যতম চর্চিত নাম শেহনাজ গিল। সম্প্রতি, উরু ছোঁয়া কালো শরীরচুম্বী পোশাকে নয়া অবতারে ধরা দিলেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১২:৩১
নিজের আনন্দ, নতুন কাজ ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

নিজের আনন্দ, নতুন কাজ ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। ছবি: সংগৃহীত

নিজে সব সময় হাসিখুশি, চনমনে থাকতে ভালবাসেন শেহনাজ গিল। তাঁর প্রতিটি কর্মকাণ্ড অন্তত সে কথাই বলে। ‘বিগ বস্‌’-এর পর গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন পঞ্জাবের এই মডেল, অভিনেত্রী, গায়িকা।

‘বিগ বস্‌’-এর ঘরে নিজের মজাদার ভাবমূর্তি দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শককে। বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শেহনাজকে বেশ অনেক দিন ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে জীবন তো বহমান। তাই শেহনাজও শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। আগের মতো ইনস্টাগ্রাম, ফেসবুকে আবার সক্রিয় হচ্ছেন। নিজের আনন্দ, নতুন কাজ ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

ছবি: সংগৃহীত

অতি সম্প্রতি কালো বডিকন পোশাকে নিজের ফোটোশ্যুটের ছবি নেটমাধ্যমে দিয়ে আলোড়ন তুলেছেন পঞ্জাবের ‘ক্যাটরিনা কইফ’ শেহনাজ গিল। শেহনাজকে নতুন রূপে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। ‘বিগ বস্‌’ শেষ হওয়ার পর প্রায় ১৩ কেজি ওজন কমিয়েছিলেন শেহনাজ। মেদহীন, তন্বী, ঝরঝরে শেহনাজ কালো পোশাকে যেন উষ্ণতা ছড়াচ্ছেন। উরু-ছোঁয়া ফুলহাতা কালো শেহনাজের এই বডিকন পোশাকটির মূল্য প্রায় ২৯ হাজার টাকা।

Advertisement
আরও পড়ুন