Beauty Products

রূপচর্চার প্রসাধনী কি ফ্রিজে রাখা ভাল? কোন কোনটি ঠান্ডায় থাকলে দীর্ঘ দিন ভাল থাকবে

রূপচর্চা যেমন যত্ন সহকারে করেন, তেমনই সাধের প্রসাধনীও যত্নে রাখাই জরুরি। আর প্রসাধনী ভাল রাখার সেরা উপায় হল ফ্রিজে রাখা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৯
Should you put skincare products in the refrigerator

প্রসাধনীর কোন কোন জিনিস ফ্রিজে রাখলেই দীর্ঘ দিন টিকবে? ছবি: ফ্রিপিক।

পুজোর আগে নিশ্চয়ই বেছে বেছে প্রসাধনী কিনছেন? বাড়ি ফিরে সেগুলি রেখে দিচ্ছেন ড্রেসিং টেবিলে অথবা ক্যাবিনেটের ভিতর। কয়েক দিন পরেই দেখলেন নেল পালিশটি জমে গিয়েছে, অথবা মাস্কারা নষ্ট হয়ে গিয়েছে। রূপচর্চা যেমন যত্ন সহকারে করেন, তেমনই সাধের প্রসাধনীও যত্নে রাখাই জরুরি। আর প্রসাধনী ভাল রাখার সেরা উপায় হল ফ্রিজে রাখা। ঠান্ডায় থাকলে দীর্ঘ দিন ভাল থাকবে।

Advertisement

এখন মনে হতেই পারে, কোন কোন প্রসাধনী ফ্রিজে রাখবেন। তা হলে জেনে নিন আপনার মেকআপ কিট থেকে কোন কোনটি ফ্রিজে অবশ্যই রেখে দেবেন।

ক্রিম

দিনে লাগানোর ক্রিম, রাতের ক্রিম অবশ্যই ফ্রিজে রাখতে হবে। যে কোনও ক্রিমই ফ্রিজে রাখলে তা দীর্ঘসময়ে তাজা থাকবে। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ক্রিম ত্বকে লাগালে বেশি আরাম পাবেন। আপনার পছন্দের মেকআপের ফাউন্ডেশন ক্রিমও রাখতে পারেন ফ্রিজেই।

নেল পলিশ

নেল পলিশ খুব তাড়াতাড়ি জমে যাচ্ছে? দীর্ঘ দিন নেল পালিশ ভাল রাখতে সেটি ফ্রিজে রাখুন। জমাট তো বাঁধবেই না, নেল পলিশের রঙও বেশি দিন নখে থাকবে।

লিপস্টিক ও লিমবাম

লিপস্টিকে তেল জাতীয় পদার্থ থাকে। তাই লিপস্টিক বেশি দিন বাইরে রাখলে তা গলতে শুরু করে বা নষ্ট হয়ে যায়। লিপস্টিক যদি দীর্ঘ দিন ভাল রাখতে হয়, তা হলে তা ফ্রিজে রেখে দেওয়াই ভাল। লিমবামও ঠিক তাই।

সিরাম

মুখে মাখার হোক বা চুলে লাগানোর, যে কোনও সিরামই ফ্রিজে রাখা উচিত। কারণ সিরামে থাকে ভিটামিন সি যা বাইরে রাখলে তাড়তাড়ি নষ্ট হয়ে যেতে পারে।

অ্যালো ভেরা জেল

অ্যালো ভেরা গাছও ছায়াতেই রাখতে হয়। বেশি চড়া রোদে গাছ বাঁচে না। অ্যালো ভেরা জেলও তাই ঠান্ডা জায়গাতেই ভাল থাকে। ফ্রিজে রাখলে এর স্বাস্থ্যগুণ বজায় থাকবে।

ফেস মাস্ক

বাড়িতে ফেস মাস্ক বানিয়ে তা যদি সবটা ব্যবহার করতে না পারেন, তা হলে ফ্রিজে তুলে রাখুন। ঠান্ডা ফেস মাস্ক ত্বকের জ্বালা ভাব নিমেষে কমিয়ে দিতে পারবে।

Advertisement
আরও পড়ুন