Shah Rukh Khan

ছেলে আরিয়ানের অনুষ্ঠানে হাতে লাক্সারি ঘড়ি পরে হাজির শাহরুখ! দাম কত জানেন?

শাহরুখ পরেছিলেন পাটেক ফিলিপের ‘লাক্সারি’ হাতঘড়ি। সেই ঘড়ির যা দাম তা ‘কিং’ অর্থাৎ রাজা-রাজরাদের সমগোত্রীয়দের পক্ষেই কেনা সম্ভব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৭:৫০

ছবি : ইনস্টাগ্রাম।

তাঁকে দেখে কে বলবে বয়স ৬০ ছুঁই ছুঁই। দিব্য টিনএজারদের মতো পোশাক পরে এলেন এবং স্টাইলে মাত করে দিলেন শাহরুখ খান।

Advertisement

ছেলে আরিয়ান খানের পোশাক সংস্থার অনুষ্ঠান ছিল দুবাইয়ে। সেখানেই স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খানকে নিয়ে শাহরুখ এসেছিলেন জেন-জি প্রজন্মের পোশাক আশাক পরে। ধূসর রঙের ব্যাগি প্যান্ট এবং কালো টি-শার্টের সঙ্গে ডেনিমের জ্যাকেট আর টুপি। শাহরুখের ফ্যাশনবোধ বরাবরই প্রশংসিত। যেকোনও পোশাকই তাঁর স্টাইলগুনে অন্য মাত্রায় পৌঁছয়। তবে এ বার কিং খান খবরের শিরোনামে তাঁর হাতঘড়ির জন্য।

ফ্যাশন দুনিয়ার নজরদারেরা বলছেন, শাহরুখ পরেছিলেন পাটেক ফিলিপের ‘লাক্সারি’ হাতঘড়ি। সেই ঘড়ির যা দাম তা ‘কিং’ অর্থাৎ রাজা-রাজরাদের সমগোত্রীয়দের পক্ষেই কেনা সম্ভব।

অনু্ষ্ঠানের একটি ভিডিয়োয় শাহরুখের হাতে ওই ঘড়ি দেখাও গিয়েছে। পাঠানের গানের সঙ্গে সুহানার সঙ্গে নাচছিলেন শাহরুখ। তার হাতে হাতে ধূসর ডায়াল আর নীল রঙের ব্যান্ডের ঘড়ি। ঘড়ি বিষয়ে যাঁরা খবর রাখেন, তাঁরা বলছেন, ‘‘ঘড়িটি পাটেক ফিলিপের কিউবিটাস মডেল। যার দাম কম করেও ২ কোটি টাকা।’’ কিন্তু এত দাম কেন ওই ঘড়ির?

পাটেক ফিলিপ সুইৎজ়ারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারী সংস্থা। তবে শুধু ব্র্যান্ডই কারণ নয়, ফ্যাশন দুনিয়ার নজরদারেরা বলছেন, ঘড়ি দামি হওয়ার আরও কারণ আছে। শাহরুখের ঘড়ির ডায়ালের কেসটি তৈরি খাঁটি প্ল্যাটিনামে। ডায়াল তৈরি নীলা বা নীলকান্ত মণি দিয়ে। ৬টার ঘরে বসানো রয়েছে ছোট্ট একটি হিরে। এ ছাড়াও ৫২টি ছোট্ট ছোট্ট রত্ন রয়েছে ঘড়িতে। কাঁটা থেকে শুরু করে সংখ্যা— সবই তৈরি করা হয়েছে হোয়াইট গোল্ড দিয়ে। এ ছাড়া ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তিও।

Advertisement
আরও পড়ুন