Makeup Tips

পুজোর জন্য প্রসাধনী কিনছেন? কী কী অবশ্যই মেকআপ ব্যাগে রাখতে হবে?

প্রসাধনী যা-ই কিনুন না কেন, কী কী আগে কিনবেন এবং কোনগুলি মেকআপ ব্যাগে রাখবেন, তা জেনে রাখা জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৫
These are some beauty essentials you should keep in your makeup bag

প্রসাধনী বাছাইয়ের সহজ কৌশল, পুজোর জন্য কী কী ব্যাগে রাখতেই হবে? ছবি: ফ্রিপিক।

পুজোর সময়ে বিস্তর ঘোরাঘুরি হবে। কখনও ভ্যাপসা গরম, আবার কখনও ঝমঝমে বৃষ্টিতে সাজপোশাকের দফারফা হবেই। ঘামে মেকআপও গলবে। তাই প্রসাধনী কেনার সময়ে কৌশল করে বাছতে হবে। পুজোর জন্য টুকিটাকি কেনাকাটা অনেকেই করছেন। দামি প্রসাধনী না কিনলেও, কাজল, লিপস্টিক, নেলপলিশ, মাস্কারা নিশ্চয়ই কিনবেন। প্রসাধনী যা-ই কিনুন না কেন, কী কী আগে কিনবেন এবং কোনগুলি মেকআপ ব্যাগে রাখবেন, তা জেনে রাখা জরুরি।

Advertisement

কী কী প্রসাধনী অবশ্যই মেকআপ ব্যাগে রাখবেন?

ফেস মিস্ট

গরমে ঘেমে মুখ তেলেতেলে হয়ে যায়। ফলে চটচটে ভাব দূর করতে সব সময় মুখ ধুতে ইচ্ছা করে। আবার অত্যধিক রোদে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গিয়ে জ্বালা করে। ত্বকের আর্দ্রতা কমে যায়। তাই ব্যাগে রেখে দিন ফেস মিস্ট। প্রয়োজনে মুখে স্প্রে করে নিন। ত্বক তরতাজা দেখাবে।

হাইলাইটার

হাইলাইটার লাগাতে ভুলবেন না পুজোয়। যদি আপনার কাছে না থাকে, তা হলে এ বছর কিনে নিন। ফাউন্ডেশন লাগানোর পর মুখে একটা আলগা দীপ্তি পেতে হাইলাইটার দরকার। গালের হাড়ে, কপালে সামান্য হাইলাইটার লাগিয়ে নিলে সাজটাই অন্য রকম হয়ে যাবে।

প্রাইমার

ত্বক যত মসৃণ হবে, মেকআপ তত ভাল বসবে। দেখতেও সুন্দর লাগবে। তাই প্রাইমার অবশ্যই কিনতে হবে।

ফাউন্ডেশন

নিজের ত্বকের রঙের সঙ্গে মানিয়ে ফাউন্ডেশন কিনুন। তবে মেকআপ করার অভ্যাস না থাকলে তরল ফাউন্ডেশন ব্যবহার করাই ভাল। মেলাতে সুবিধা হবে। ম্যাট ফাউন্ডেশন কিনতে পারেন। অন্য ফাউন্ডেশনের চেয়ে এগুলি অনেক বেশি দীর্ঘস্থায়ী। তাই অনেক ক্ষণ প্যান্ডেলে ঘুরলেও আপনার সাজ থাকবে একেবারে ছবির মতো।

কন্ট্যুর প্যালেট

হাইলাইটার আপনার মুখের সুন্দর দিকগুলো ফুটিয়ে তোলে আর কন্ট্যুর প্যালেট খুঁতগুলোকে ঢেকে দেয়। কী ভাবে কন্ট্যুর প্যালেট ব্যবহার করবেন, তা জেনে নিন আগে। কন্ট্যুরিংয়ের জন্য সঠিক রং বেছে নেওয়া খুব জরুরি। খুব গাঢ় বা খুব হালকা রং দিয়ে কন্ট্যুরিং করলে তা ভীষণ কৃত্রিম দেখাতে পারে। ত্বকের রঙের চেয়ে এক বা দুই শেড গাঢ় কন্ট্যুর বেছে নেওয়া উচিত। মেকআপ হালকা রাখতে চাইলে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে হালকা রং বেছে নেওয়া যেতে পারে।

ফেস ওয়াইপ্‌স

ঘুরতে যাওয়ার আগে মনে করে ব্যাগে ২-৪ প্যাকেট ‘ওয়েট ওয়াইপ্‌স’ ভরে রাখুন। শুধু মুখ পরিষ্কার করার জন্যই নয়, নিজেকে পরিচ্ছন্ন রাখতেও এই বস্তুটি কাজে আসতে পারে। জল, সাবানের তাৎক্ষণিক বিকল্প হতে পারে ওয়েট ওয়াইপ্‌স।

লিপ বাম

গরমে সারা দিন ঘোরাঘুরি করে ঠোঁট ফাটবে। তার উপর চড়া রঙের লিপস্টিক বেশি ক্ষণ পরে থাকলে ঠোঁট শুষ্ক হয়ে যাবে। সে কারণে আর্দ্রতা ধরে রাখার জন্য যে পরিমাণ ময়েশ্চারাইজ়ার প্রয়োজন, তা সব লিপস্টিকে থাকে না। কিন্তু লিপ বাম তৈরি করা হয় সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই। ব্যাগে অবশ্যই লিপ বামটি রাখতে ভুলবেন না।

Advertisement
আরও পড়ুন