Hairstyle Tips

মুখের গড়ন ডিম্বাকৃতি? কী ধরনের কেশসজ্জা করলে সবচেয়ে বেশি মানাবে

চুলের সাজসজ্জা হতে হবে মুখের গড়ন অনুযায়ী। মুখ গোলপানা হোক বা ডিম্বাকৃতি, কেশসজ্জার সঠিক কৌশলেই হয়ে উঠবেন আকর্ষণীয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৯:০৪
কেমন ভাবে চুল বাঁধলে ভাল লাগবে, শিখে নিন তিন পদ্ধতি।

কেমন ভাবে চুল বাঁধলে ভাল লাগবে, শিখে নিন তিন পদ্ধতি। ছবি: সংগৃহীত।

চুল ছোট হোক বা বড়, কী ভাবে চুল বাঁধলে দেখতে ভাল লাগবে, তা নিয়ে ভাবনার শেষ থাকে না। তবে কৌশল জানা থাকলে অফিস হোক বা কোনও অনুষ্ঠান বাড়ির সাজগোজ, বাড়িতে নিজেই চুল বেঁধে ফেলা যাবে। জেনে নিন কম সময়ে কী ভাবে, কোন কেশসজ্জায় রূপ খুলবে? চুল পুরো বাঁধবেন না কি অর্ধেক, খোলা চুলও কোন কারিকুরিতে দেখতে লাগবে সুন্দর?

Advertisement

মুখের গড়ন যদি ডিম্বাকৃতি হয়, তা হলে কী ধরনের কেশসজ্জা করলে ভাল লাগবে, তা জেনে নিন।

স্লিক হাই পনিটেল

চুল লম্বা বা মাঝারি হলে স্লিক পনিটেল খুবই ভাল লাগবে। ভাল করে আঁচড়ে উঁচু করে পনিটেল করে নিন। চুল ছোট ও ঘন হলে ওয়াটারফল ব্রেড বা হাফ পনিটেলও করতে পারেন।

টুইস্টেড ব্রেড

স্ট্রেট চুলেই এই ব্রেড বেশি ভাল বোঝা যায়। তাই চুল কোঁকড়ানো হলে, স্ট্রেটনিং করিয়ে নিন। মিডল পার্ট করে বাঁ দিক থেকে চুল নিয়ে বিনুনি করুন। আবার একই ভাবে ডান দিকের চুল নিয়ে আরও একটি বিনুনি করুন। ক্লিপ দিয়ে বিনুনিগুলো পিছনের দিকে সেট করে নিন। চুলের নীচের অংশে আউট কার্ল করতে পারেন। এতে চুলের ঘনত্ব বেশি দেখাবে।

এক পাশে সিঁথি করে ঢেউখেলানো কেশসজ্জা

লম্বা চুলে এক পাশে সিঁথি করেও কেশসজ্জা ভাল লাগে। প্রথমে চুল ভাল করে আঁচ়ড়ে এক পাশে সিঁথি করে নিন। অন্য পাশের সমস্ত চুল কাঁধের একপাশে এনে ববি পিনের সাহায্যে আটকে দিন। এ বার এক পাশে চুলে আসা সমস্ত চুলে অল্প অল্প করে নিয়ে স্ট্রেটনার অথবা কার্লারের সাহায্যে ঢেউ খেলান। তা না করতে চাইলে লম্বা লম্বা করে চুল ভাগ করে হাতের সাহায্যে রোল করে নিন। সেটিং স্প্রে দিন। তার পর আঙুলের সাহায্যে রোল হালকা হাতে খুলে দিন। এতেও কিছুটা ঢেউ খেলানো ভাব থাকবে।

Advertisement
আরও পড়ুন