Fashion

Fashion Bans: চুলের ছাঁট থেকে রূপটান, সাজগোজ নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন হীরক রাজার দেশে

শীতের ছুটিতে বিদেশ সফরের পরিকল্পনার আগে জেনে নিন কোন দেশে কী ধরনের সাজ একেবারে নিষিদ্ধ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৭:৩৭
পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে সাজগোজ সংক্রান্ত কিছু আইনকানুন আছে।

পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে সাজগোজ সংক্রান্ত কিছু আইনকানুন আছে। ছবি: সংগৃহীত

শিবঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বেনেশে। মানুষের সাজ-পোশাকের সঙ্গে ব্যক্তিত্ব ও রুচির গভীর একটি সম্পর্ক। তবে কয়েকটি দেশের ক্ষেত্রে ব্যাপারটি খানিক আলাদা।পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে সাজগোজের উপর এমন কিছু আইনকানুন আছে যেগুলি দেশের নাগরিক তো বটেইএমনকি, যাঁরা সেখানে ঘুরতেও যান তাঁদের উপরও এই আইনগুলি সমানভাবে কার্যকর।

স্পেন:

Advertisement

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত রাষ্ট্র স্পেন। জানেন কি, স্পেনের কোনও নাগরিকই হাওয়াই চপ্পল পরে গাড়ি চালাতে পারবেন না। পা উন্মুক্ত হাওয়াই জুতো পরে গাড়ি চালানোয় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সুদানে ছেলেদের রূপটানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সুদানে ছেলেদের রূপটানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ছবি: সংগৃহীত

গ্রিস:

দেশ হোক বা বিদেশ অনেক মহিলাই হিল জুতো পরতে পছন্দ করেন। ইউরোপের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত গ্রিসে কিন্তু হিল জুতো পরা মানা। তবে এই নিয়ম একমাত্র কার্যকর গ্রিসের ডেলফি শহরে। হাই হিলের কারণে এই শহরে অবস্থিত অ্যাক্রোপলিস দুর্গ এবং নানা ঐতিহাসিক নিদর্শন যাতে কোনও ভাবে নষ্ট না হয়,এই অতিরিক্ত সাবধানতা সেই জন্যেই।

দক্ষিণ কোরিয়া:

ছেলেরাও বিভিন্ন সময় হাল-ফ্যাশন অনুযায়ী চুল কেটে থাকেন। তবে দক্ষিণ কোরিয়ায় ছেলেদের চুল কাটার আগে দু’বার ভাবতে হয়। কারণ এই দেশে ছেলেদের চুলের দৈর্ঘ্য হতে হবে এক থেকে পাঁচ সেন্টিমিটারের মধ্যে।

সুদান:

উত্তর আফ্রিকায় অবস্থিত একটি দেশ সুদানে ছেলেদের রূপটানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

উত্তর কোরিয়া:

ছেঁড়া-ফাটা জিন্‌সএখনকার প্রজন্ম খুব পছন্দ করে বটে, তবে উত্তর কোরিয়ায় এই ধরনের জিন্‌স একেবারেই নিষিদ্ধ।

উত্তর কোরিয়া আরও একটি অদ্ভুত নিয়ম, এ দেশে বিয়ে না হলে চুল বড় করা যায় না। তাই চুল বড় রাখতে হলে প্রথমে বিয়ে করতে হবে।

Advertisement
আরও পড়ুন