ফাটা ঠোঁট,কালচে ছোপ কিসের লক্ষণ, নিরাময়ের উপায় কী? ছবি: ফ্রিপিক।
শীতের দিনে ঠোঁট ফাটার সমস্যাকে সাধারণ মনে করলে ভুল হবে। শুষ্ক ঠোঁট থেকে নানা রকম ত্বকের সমস্যা হতে পারে। সারা বছরই যদি ঠোঁটের চামড়া শুকনো থাকে, খসখসে ও ফাটা ঠোঁটের সমস্যা ভোগায়, তা হলে সেটি ‘চেলাইটিস’-এর লক্ষণ। শীতের সময়ে এই সমস্যা আরও বেড়ে যায়। ঠোঁট যদি নরম ও মসৃণ রাখতে হয়, তা হলে শুধু ক্রিম বা লিপ বামে কাজ হবে না। ঠোঁটের জন্যও জরুরি ‘এক্সফোলিয়েশন’। অর্থাৎ, ঠোঁটের মৃত কোষ সরিয়ে ফেলা। চিকিৎসকেরা বলেন, এগ্জ়িমার মতো চর্মরোগ ঠোঁটেও হতে পারে। দীর্ঘ সময় ধরে ফাটা ঠোঁটের সমস্যা থেকে এটি হওয়ার ঝুঁকি বাড়ে। কাজেই ঠোঁটের যত্ন নিতেই হবে।
ঠোঁটের কিছু সমস্যা
সাধারণ ঠোঁট ফাটার সমস্যাকে বলা হয় চেলাইটিস সিমপ্লেক্স। যদি দেখা যায়, ঠোঁটে কালচে ছোপ পড়ছে এবং ঠোঁটের কোণায় ফুস্কুড়ি হচ্ছে, তা হলে সেটি অ্যাকটিনিক চেলাইটিসের লক্ষণ। এটি বিপজ্জনকও হয়ে উঠতে পারে। আবার ঠোঁটের কোণে ছত্রাকের সংক্রমণ, চামড়া ফেটে যাওয়ার সমস্যাকে বলে অ্য়াঙ্গুলার চেলাইটিস। ত্বকের সংক্রমণ থেকে এটি হয়। প্রসাধনী, লিপ বাম বা দাঁত মাজার মাজন থেকে অ্যালার্জির প্রতিক্রিয়াও হয় ঠোঁটে। সে ক্ষেত্রে যে রোগটি হয়, তার নাম কনট্যাক্ট চেলাইটিস। এর থেকে এগ্জ়িমার উপসর্গ দেখা দিতে পারে।
ঠোঁটের স্ক্রাব
দিনের শেষে যেমন মুখের ত্বক পরিষ্কার করা হয়, তেমন ভাবেই ঠোঁটের যত্ন নিতে হবে। তার জন্য আগে হালকা ক্লিনজ়ার দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিতে হবে। লিপস্টিক লাগালে তা অবশ্যই ভাল ভাবে তুলে ফেলতে হবে। এর পর লিপ স্ক্রাবার দিয়ে হালকা মাসাজ করতে হবে। এই ধরনের স্ক্রাবার বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।
১) চিনি-নারকেল তেলের স্ক্রাব
এক চামচ চিনির সঙ্গে নারকেল তেল, মধু কিংবা দুধ কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। এই মিশ্রণটি ঠোঁটে হালকা মাসাজ করুন। দু’-মিনিট রেখে ধুয়ে নিয়ে লিপ ক্রিম লাগিয়ে নিন।
২) মধু-লেবুর স্ক্রাব
এক চামচ মধুর মধ্যে আধ চামচ পাতিলেবুর রস মিশিয়ে তা দিয়ে ভাল করে ঠোঁটে মালিশ করতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। খুব দ্রুত ঠোঁটের মৃতকোষ দূর করবে এই স্ক্রাবার।
৩) ওট্মিল-মধুর স্ক্রাব
লেবুতে অ্যালার্জি থাকলে ওট্মিলের স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। একটি পাত্রে ওট্মিল, এক চামচ চিনি, এক চামচ মধু ও এক চামচ আমন্ড অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। ঠোঁটে মাসাজ করে ১৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। রাতে শোয়ার আগে এই স্ক্রাবার ব্যবহার করলে, ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।
৪) শিয়া বাটারের স্ক্রাব
এটির কাজ হল ঠোঁটকে আর্দ্র করা ও নরম-মসৃণ ভাব বজায় রাখা। ঘরোয়া পদ্ধতিতেও এটি বানানো যায়। মধু, নারকেল তেল, শিয়া বাটার দিয়ে মিশ্রণ বানিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। তার পর ধুয়ে লিপ বাম লাগিয়ে নিন।
৫) কফির সঙ্গে ল্যাভেন্ডার অয়েল
এক চামচ কফির সঙ্গে এক চামচ মধু ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। এই স্ক্রাব খুব ভাল করে ঠোঁটে মাসাজ করে ১৫ মিনিট রাখতে হবে। তার পর ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের যে কোনও সমস্যা দূর হবে।