Makeup Items

দিনের বেশি সময়টাই কাটে অফিসে? হাতব্যাগে মেকআপের যে ৫টি জিনিস অবশ্যই রাখবেন

সারাদিন অফিস, সন্ধেবেলা পার্টি হোক বা দিনভর পিকনিক। নিজেকে যত গুছিয়ে রাখবেন ততই সচ্ছন্দ থাকবেন সারাদিন। গুছিয়ে রাখা মানে শুধু সুন্দর করে সাজা নয়, ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখতেই হবে। জেনে নিন কী কী জিনিস যা অবশ্যই রাখবেন ব্যাগে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৯:৩০
হাতব্যাগে মেকআপের কী কী জিনিস রাখবেন?

হাতব্যাগে মেকআপের কী কী জিনিস রাখবেন? ছবি: ফ্রিপিক।

সারাদিন অফিস, সন্ধেবেলা পার্টি হোক বা দিনভর পিকনিক। নিজেকে যত গুছিয়ে রাখবেন ততই সচ্ছন্দ থাকবেন সারাদিন। গুছিয়ে রাখা মানে শুধু সুন্দর করে সাজা নয়, ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখতেই হবে।

Advertisement

ওয়েট টিস্যু

কলকাতার আবহাওয়ায় গরমে ঘাম, তৈলাক্ত ত্বকের সমস্যা, মুখে ক্লান্তির ছাপ পড়ে। কাজল ঘেঁটে গিয়ে অপরিষ্কার ভাব আসে মুখে। তাই ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট টিস্য। মুখ মোছা, প্রয়োজনে হাত মোছার কাজেও লাগতে পারে।

লিপ বাম

দিনে অন্তত আট ঘণ্টা যাঁরা বাতানুকূল ঘরে কাটান, তাঁদের ত্বক শুষ্ক হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আর ত্বক শুকিয়ে যাওয়ার প্রথম প্রভাবটা পড়ে ঠোঁটের উপর। ঠোঁট ফাটতে শুরু করে। কাজেই অফিসের ডেস্কে একটা লিপ বাম রেখে দিন, ঠোঁট নরম আর্দ্র থাকবে।

হ্যান্ড ক্রিম

হাতে বলিরেখা পড়ে সহজেই। ত্বকের প্রতি যতটা যত্ন নিই, হাতের প্রতি ততটা নয়! তাড়াহুড়ো থাকলে এক একদিন হাতে ময়শ্চারাইজ়ার না মেখেই বেরিয়ে পড়তে হয়। তাই সঙ্গে একটা হ্যান্ড ক্রিমের ছোট প্যাক থাকলে তা প্রয়োজনমতো মেখে নিতে পারবেন। লাঞ্চের পর হাত ধুয়ে হ্যান্ড ক্রিম মেখে নিলে হাত কোমল আর নরম থাকবে।

ফেস মিস্ট

গরমে ঘেমে মুখ তেলেতেলে হয়ে যায়। ফলে চটচট ভাব দূর করতে সব সময় মুখ ধুতে ইচ্ছা করে। আবার অত্যধিক রোদে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গিয়ে জ্বালা করে। ত্বকের আর্দ্রতা কমে যা। তাই ব্যাগে রেখে দিন ফেস মিস্ট। প্রয়োজনে মুখে স্প্রে করে নিন। ত্বক তরতাজা দেখাবে।

কমপ্যাক্ট

তাড়াহুড়োতে ফাউন্ডেশন মেখে, তা মুখে বসানোর সময় যদি না থাকে তখন কমপ্যাক্ট দিয়েই কাজ চালিয়ে নিন। নিজের ত্বকের রঙের সঙ্গে মানিয়ে কমপ্যাক্ট কিনুন। ব্যাগে রেখে দিন সব সময়। টোনার একটু শুকিয়ে গেলেই এই পাউডার বুলিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন