Fashion Tips For Durga Puja

পুজোর ফ্যাশনে চাই ফুরফুরে আমেজ? এ বছর বাহারি কায়দার স্কার্টের রমরমায় নজর কাড়ছে কোনগুলি?

ফুরফুরে হালকা পোশাক মানেই স্কার্টের সঙ্গে টপ কিংবা শার্ট। এ বছর পুজোর ফ্যাশনে কিন্তু স্কার্টের রমরমা বেশ চোখে পড়ছে। হাতিবাগান হোক বা গড়িয়াহাট, নিউমার্কেট হোক বা দক্ষিণাপণ, রকমারি স্কার্টের সম্ভারে বাজার ভরে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৩
কেমন স্কার্ট এ বছর পুজোয় ‘ট্রেন্ডিং’?

কেমন স্কার্ট এ বছর পুজোয় ‘ট্রেন্ডিং’? ছবি: আনন্দবাজার ডট কম।

দুর্গাপুজো স্পেশ্যাল পছন্দের পোশাকের তালিকায় প্রতি বারের মতোই এ বারও দেশীয়ের পাশাপাশি পশ্চিমি পোশাকও সমান ভাবেই গুরুত্ব পাচ্ছে। শাড়ি-সালোয়ারের ডিজ়াইনে যেমন নতুনত্ব এসেছে, তেমনই পাশ্চাত্য পোশাকে ছেয়ে গিয়েছে দেশীয় নকশার ছোঁয়া। স্কার্ট হালফ্যাশনে ফের ‘ইন’। ফুরফুরে হালকা পোশাক মানেই স্কার্টের সঙ্গে টপ কিংবা শার্ট। এ বছর পুজোর ফ্যাশনে কিন্তু স্কার্টের রমরমা বেশ চোখে পড়ছে। হাতিবাগান হোক বা গড়িয়াহাট, নিউমার্কেট হোক বা দক্ষিণাপণ, রকমারি স্কার্টের সম্ভারে বাজার ভরে গিয়েছে।

Advertisement

হাতিবাগানের শ্রী মার্কেটে ঢুকলেই চোখে পড়বে রংবেরঙের স্কার্ট ঝুলছে দোকানে দোকানে। তবে কি এ বছর স্কার্টের চাহিদা বেড়েছে? শ্রী মার্কেটের এক দোকানের কর্মচারী অভিরূপ সাউ বললেন, ‘‘তরুণীরা এ বার এসেই স্কার্টের খোঁজ করছেন। সিল্কের হোক বা সুতির, এ বছর বাজারে স্কার্টের বাহারি সম্ভার পাওয়া যাচ্ছে।’’ গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো দিকের ফুটপাতের দোকানগুলি থেকেও স্কার্ট কিনতে ব্যস্ত তরুণীরা। বছর ২৪-এর অরুণিমা দত্ত বললেন, ‘‘আমি বরাবরই স্কার্ট পরতে ভালবাসি। তবে গড়িয়াহাটে এ বছরের মতো স্কার্টের কালেকশন আগে কখনও চোখে পড়েনি।’’ গড়িয়াহাটের ফুটপাতে ২০০ টাকায় রকমারি নকশার স্কার্ট বিক্রি করছিলেন রাজা দাস। তিনি বলেন, ‘‘এ বার ধুতি প্যান্ট আর স্কার্টের চাহিদা ভীষণ বেড়েছে। সাদা রঙের সুতির লং স্কার্টের উপর ফ্রিলের কারুকাজ— এ বছর সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।"মোডা

মোডাল সিল্কের স্কার্ট এ বছর পুজোর ফ্যাশনে বেশ ‘ট্রেন্ডিং’।

মোডাল সিল্কের স্কার্ট এ বছর পুজোর ফ্যাশনে বেশ ‘ট্রেন্ডিং’। ছবি: আনব্লক।

হাতিবাগান, গড়িয়াহাটের বাজার ঘুরে নজর কেড়েছে সুতির রংবেরঙের কাপ়ড়ের উপর অ্যাপ্লিকের নকশার স্কার্ট। এ ছাড়াও কলমকারি স্কার্ট, ফ্রিলযুক্ত স্কার্ট, মোডাল সিল্কের স্কার্টের নকশাও ছিল চোখে পড়ার মতো। তবে শর্ট স্কার্ট কিংবা মিডি স্কার্ট নয়, এ বছর লং স্কার্টের চাহিদাই বেশি।

তবে স্কার্ট কিনলেই তো হল না! কী ভাবে স্টাইলিং করলে নজরকাড়া লুক পাওয়া যাবে, তা নিয়ে অনেকের মধ্যেই নানা ভ্রান্ত ধারণা থাকে। কায়দার স্কার্টের সঙ্গে ঠিক কেমন টপ বাছলে, সাজ হবে নিখুঁত, এটা বুঝতেও অসুবিধা হয় অনেক সময়। আলমারিতে কোন ধরনের স্কার্ট রাখবেন? শারীরিক গড়ন অনুযায়ী কী রকম স্কার্ট পরলে ভাল লাগবে? স্কার্ট পরে কী ভাবেই বা নিজস্ব স্টাইলকে ফুটিয়ে তুলবেন? এ সব নিয়েই রইল বেশ কিছু টিপ‌্স।

ফুরফুরে হালকা পোশাক মানেই স্কার্টের সঙ্গে চাই ক্রপ।

ফুরফুরে হালকা পোশাক মানেই স্কার্টের সঙ্গে চাই ক্রপ। ছবি: সংগৃহীত।

স্কার্ট নির্বাচনে থাকুক নিজস্বতা:

সাধারণত স্কার্ট অনেক ধরনেরই হয়ে থাকে। শারীরিক গঠন ও পোশাকি কেতা কতখানি বহন করতে পারবেন, তার উপর ভিত্তি করেই স্কার্ট কেনা উচিত। পেনসিল স্কার্ট পছন্দ হলেও সবার শরীরে কিন্তু সেই স্কার্ট ভাল মানায় না। শরীরের নিম্নভাগ ভারী হলে একটু ছড়ানো স্কার্ট পরলেই দেখতে ভাল লাগে। পুজোর ফ্যাশনে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের মেলবন্ধন করতে চাইলে একটা লং স্কার্ট দিয়েই সেরে ফেলতে পারেন সাজ। লেস দেওয়া স্কার্ট এ বছর ভীষণ ট্রেন্ডিং, পছন্দের তালিকায় সেগুলিও রাখতে পারেন। খোলামেলা স্কার্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করলে পরতেই পারেন শর্ট স্কার্ট। তবে শর্ট স্কার্ট পরলে পুজোর আগে পায়ের পরিচর্যা করতে ভুললে চলবে না। প্রিন্টেড স্কার্টও বেছে নিতে পারেন পুজোর সাজের জন্য। খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চাইলে একটা সাইড স্লিট স্কার্ট পরেও সেরে ফেলতে পারেন পুজোর সাজ।

এ বছর বাজারে কলমকারি স্কার্ট, ফ্রিলযুক্ত স্কার্ট, মোডাল সিল্কের স্কার্টের নকশাও আছে চোখে পড়ার মতো।

এ বছর বাজারে কলমকারি স্কার্ট, ফ্রিলযুক্ত স্কার্ট, মোডাল সিল্কের স্কার্টের নকশাও আছে চোখে পড়ার মতো। —নিজস্ব চিত্র।

স্কার্টের সঙ্গে কেমন টপ?

এ তো গেল স্কার্টের কথা। কিন্তু স্কার্টের পাশাপাশি টপ কী কী থাকা উচিত, তা-ও ভাবতে হবে বইকি! কিছু ক্যাজ়ুয়াল টি-শার্ট তো আছেই, সেই সঙ্গে রাখুন কয়েকটি বেসিক রঙের ট্যাঙ্ক টপ। সাদা শার্ট, ডেনিম শার্ট আর একরঙা অফ শোল্ডার টপও খুব ‘ইন’। চেষ্টা করুন স্কার্টের সঙ্গে কনট্রাস্ট রঙের টপ বাছতে। স্কার্টের সঙ্গে‌ ক্রপ টপের জুটিও বেশ ভাল মানায়।

Advertisement
আরও পড়ুন