Hair Accessories

ববি পিন, ক্লাচার এখন সেকেলে, কেশবিন্যাসের নতুন সামগ্রী নজর কাড়ছে, বদলে ফেলুন সাজ

সব জায়গায় পাওয়া যায় এবং সস্তা বলে প্লাস্টিকের ক্লাচারের চাহিদা প্রচুর। কিন্তু যদি সাজে বদল আনতে চান, তা হলে ঘরে অল্প কয়েকটি ধাতব ক্লিপ রাখুন। রুচিশীল ছিমছাম ডিজ়াইনের ক্লিপ চুলে আটকালে তা দেখতেও ভাল লাগবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১১:০৫
Trendy fashionable hair accessories for your hairstyle during summer for comfort

চুলের গোছ, ধরন, আকার মেনে কেশসজ্জার সামগ্রী বাছতে হবে। ছবি: সংগৃহীত।

কেশসজ্জায় ছোট্ট পরিবর্তনই সামগ্রিক সাজে মাত্রা যোগ করতে পারে। চুলের গোছ, ধরন, আকার মেনে কেশসজ্জার সামগ্রী বাছতে হবে। বাজারে আসা নতুন কিছু ‘হেয়ার অ্যাক্সেসরিজ়’-এর উপর ভরসা রাখলে ভিড়ের মধ্যে নজর কাড়তে পারেন।

Advertisement

প্লাস্টিকের বড় ক্লাচারের বদলে ধাতব ছিমছাম ক্লিপ: সব জায়গায় পাওয়া যায় এবং সস্তা বলে প্লাস্টিকের ক্লাচারের চাহিদা প্রচুর। কিন্তু যদি সাজে বদল আনতে চান, তা হলে ঘরে অল্প কয়েকটি ধাতব ক্লিপ রাখুন। রুচিশীল ছিমছাম ডিজ়াইনের ক্লিপ চুলে আটকালে চুলের বাহার অবশ্যই দেখার মতো হবে।

Trendy fashionable hair accessories for your hairstyle during summer for comfort

প্লাস্টিকের বড় ক্লাচারের বদলে ধাতব ছিমছাম ক্লিপ। ছবি: সংগৃহীত।

ছোট বাটারফ্লাই ক্লিপের বদলে বো: চুলের ভারে নীচে নেমে যাওয়া বা হারিয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সামগ্রীই বদলে ফেলুন। কোরিয়ানদের পছন্দের বো ব্যবহার করলে কেশবিন্যাসের নান্দনিক মান বাড়বে নিশ্চিত। ফ্যাশনজগতে এখন কোরিয়ানদেরই তো দাপট!

Trendy fashionable hair accessories for your hairstyle during summer for comfort

ছোট বাটারফ্লাই ক্লিপের বদলে বো। ছবি: সংগৃহীত।

ববি পিনের বদলে ব্রুচ: আলগা চুলগুলিকে আটকানোর জন্য ববি পিনে ভরসা বহু বছর ধরে, তাই না? কিন্তু ববি পিন এখন সেকেলে। নতুন প্রজন্মের পছন্দ, ব্রুচ। চুলের সঙ্গে মিশে যাবে না, আবার কাজও ভালই দেবে।

Trendy fashionable hair accessories for your hairstyle during summer for comfort

ববি পিনের বদলে ব্রুচ। ছবি: সংগৃহীত।

বড় স্ক্রানচির বদলে ছোট স্ক্রানচি: এক সময়ে বড় স্ক্রানচি দিয়ে চুল বাঁধাই ছিল ফ্যাশন। কিন্তু ফ্যাশনের চলন বদলায় বার বার। এখন বড় স্ক্রানচির বদলে ছোট স্ক্রানচিতেই মন মজেছে ফ্যাশন-প্রেমীদের। আপনিও বদলে ফেলতে পারেন সাজ।

Trendy fashionable hair accessories for your hairstyle during summer for comfort

বড় স্ক্রানচির বদলে ছোট স্ক্রানচি। ছবি: সংগৃহীত।

সরু ব্যান্ডের বদলে মোটা ব্যান্ড: সরু, প্রায় দেখাই যায় না-গোছের ব্যান্ড পরে লাভ কী? সাজবেন যখন, দেখিয়েই সাজুন! সরু হেয়ারব্যান্ডের জমানায় চোখে পড়ার মতো মোটা, নানাবিধ ডিজ়াইনের ব্যান্ড দিয়ে চুল আটকে রাখুন। নজর কাড়বে আপনার সাজ।

Trendy fashionable hair accessories for your hairstyle during summer for comfort

মোটা ব্যান্ড বেছে নিন সরু ব্যান্ডের বদলে। ছবি: সংগৃহীত।

ঝুঁটি বাঁধার চিরাচরিত ব্যান্ডের বদলে পনিটেল কাফ: তাপপ্রবাহের সময়ে চুল খোলা রাখা প্রায় অসম্ভব। চুল বেঁধেই আরাম মেলে। আর তেমন সময়ে রোজ যদি একই রকম ব্যান্ড দিয়ে চুল বেঁধে আসেন, তা হলে মোটেও ভাল লাগবে না। সাজে রকমফের আনতে পনিটেল কাফ কিনে নিতে পারেন।

Trendy fashionable hair accessories for your hairstyle during summer for comfort

পনিটেল কাফ বেছে নিন ঝুঁটি বাঁধার চিরাচরিত ব্যান্ডের বদলে। ছবি: সংগৃহীত।

Advertisement
আরও পড়ুন