Saree Draping Fashion

কখনও সাবেকি, কখনও সাহসী, আঁচলেই থাকুক বৈচিত্র, শাড়ির সাজে পশ্চিমী ছোঁয়ায় নতুনত্ব

ভারতের নিজস্ব পোশাক শাড়ির সাজে পশ্চিমী কায়দা যোগ করাই এখন ফ্যাশন। নানা ঢঙে, নানা মোচড়ে, এক এক ভাবে পরলেই ভিড়ের মধ্যে নজর কাড়া যাবে সহজে। আর তাই শাড়ির আঁচলকেই নানা ভাবে গায়ে এলিয়ে দেওয়ার কৌশল প্রয়োগ করে দেখতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১
শাড়ির সাজে বৈচিত্র।

শাড়ির সাজে বৈচিত্র। ছবি: সংগৃহীত।

পুজোর সাজ মানেই বৈচিত্রের খেলা। বছরের এই একটি সময়েই শাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ। ভারতের নিজস্ব পোশাক শাড়ির সাজে পশ্চিমী কায়দা যোগ করাই এখন ফ্যাশন। নানা ঢঙে, নানা মোচড়ে, এক এক ভাবে পরলেই ভিড়ের মধ্যে নজর কাড়া যাবে সহজে। আর তাই শাড়ির আঁচলকেই নানা ভাবে গায়ে এলিয়ে দেওয়ার কৌশল প্রয়োগ করে দেখতে পারেন। তাতেই ফুটে উঠবে আধুনিকতা আর ঐতিহ্যের যুগলবন্দি।

Advertisement

রইল শাড়ি পরার ৬ রকম কৌশল

আটপৌরে শাড়ি

বাঙালির সাবেক শাড়ি-সাজ। সবচেয়ে চেনা, সবচেয়ে ঘরোয়া ধরন। আঁচল এক কাঁধের উপর দিয়ে নিয়ে আবার সামনে ফেলা হয়। সাধারণত লালপাড় সাদা শাড়ি, কপালে লাল টিপ, খোঁপায় ফুল— আটপৌরে চালে এমন সাজই বেশি মানানসই। বিশেষ করে, অষ্টমীর অঞ্জলি বা সিঁদুরখেলার জন্য একেবারে নিখুঁত।

বেল্ট বাঁধা শাড়ি

শাড়ির উপর কোমরে বেল্ট পরে আঁচলকে আটকে রাখার কায়দা পুরনো হলেও ফ্যাশনে ফিরেছেছে। এতে সাজে থাকে ছিমছাম। ছোটখাটো অনুষ্ঠান, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা বা সন্ধ্যার পুজো মণ্ডপে এই কায়দা বেশ নজরকাড়া হতে পারে। তবে শাড়ির সঙ্গে মানানসই বেল্ট বেছে নেওয়া দরকার। পশ্চিমী ছোঁয়া আনতে এমন ভাবে শাড়ি পরা যায়।

শাড়ির ধরনধারণ।

শাড়ির ধরনধারণ। ছবি: সংগৃহীত।

কেপ বা ওভারলে কায়দার শাড়ি

শাড়ির সাজেই ভিন্ন স্বাদ আনতে পারেন এই কায়দায়। আঁচলের সঙ্গে সামঞ্জস্য রেখে কেপ বা শ্রাগ অথবা জ্যাকেট পরতে হবে। তার নীচ দিয়ে পিছনে ঝুলে থাকবে শাড়ির আঁচল। শাড়িকে রাজকীয় রূপ দেওয়া যায় এই ভাবে। সন্ধেয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সাজ একেবারে মানানসই। আবার, পার্টির জন্য সবচেয়ে উপযুক্ত এটিই।

লেহঙ্গা শাড়ি

লেহঙ্গা কায়দায় শাড়ি পরতে হলে আঁচলের থেকেও বেশি গুরুত্ব পায় কোমর। শাড়ির কুঁচি নয়, কোমরে ঘুরিয়ে ঘুরিয়ে স্কার্টের মতো পরতে হবে। আঁচল আলগা করে কাঁধে রাখা হবে। দেখতে যেমন কেতাদুরস্ত, তেমনই সহজ পরার নিয়ম।

প্রি-স্টিচ্ড‌ শাড়ি

শাড়ি পরার সময় নেই অথবা কুঁচি করায় পারদর্শী নন? কিন্তু পুজোয় শাড়িতে সাজার শখ ষোলআনা? ইচ্ছা দমন না করে প্রি-স্টিচ্ড‌ শাড়ি পরতে পারেন। এক রকম গাউনের মতো। পরে নিলেই হল।

খোঁপা-আঁচল কায়দার শাড়ি

এতে শাড়ির আঁচলটি মাথার খোঁপার সঙ্গে এঁটে দেওয়া হয়। যেন আঁচল গায়ের নয়, মাথার সাজের অংশ। অভিজাত সাজের শীর্ষে রাখা যেতে পারে খোঁপা-আঁচল কায়দা। পুজোর বিসর্জনের দিন বা দশমীর সাজে নতুন কায়দা আয়ত্ত করতে পারেন।

পুজো মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলা। আর শাড়ি হল সেই সাজের কেন্দ্রবিন্দু। এক এক দিন এক এক কায়দায় শাড়ি পরে নিজেকে সকলের থেকে আলাদা করে তুলতে পারেন। কখনও সাবেকি, কখনও সাহসী, কখনও বা একেবারে রাজকীয়।

Advertisement
আরও পড়ুন