Perfume Using Mistakes

সুগন্ধি মেখে দুই কব্জি ঘষে নেন? অজান্তেই পারফিউমের গন্ধকে দুর্বল করে ফেলছেন, আর কী কী ভুল হয়

পারফিউম ব্যবহারের সঠিক নিয়ম অনেকেই জানেন না। তার ফলে সঠিক গন্ধ প্রকাশ পায় না, এমনকি দ্রুত মিলিয়ে যায়। এমনই ৫টি ভুল সম্পর্কে বিস্তারিত জেনে সংশোধন করে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:০৫
সুগন্ধি ব্যবহারে কী কী ভুল হতে পারে?

সুগন্ধি ব্যবহারে কী কী ভুল হতে পারে? ছবি: সংগৃহীত।

সুগন্ধের কাজ কি কেবলই দুর্গন্ধ ঢাকা দেওয়া? ব্যক্তিত্ব, স্মৃতি, উপস্থিতি, পরিচয়— সবের সঙ্গেই রয়েছে গন্ধের অনুষঙ্গ। কিন্তু সঠিক ভাবে ব্যবহার না করলে দামি পারফিউমও নিজের রূপ প্রকাশ করতে পারে না। অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায়, যার ফলে সুগন্ধির অস্তিত্ব দ্রুত মিলিয়ে যেতে থাকে। সুগন্ধি মাখার সময়েই সেই গোলমালগুলি হয়ে যায়। কী কী সেই ভুল, কী ভাবে সংশোধন করবেন?

Advertisement

১. দুই কব্জির ঘর্ষণ নয়

পারফিউম স্প্রে করার পর অনেকেই দুই কব্জি ঘষে নেন। এই অভ্যাসই সবচেয়ে বড় ভুল। ঘর্ষণের ফলে ত্বকে যে তাপ তৈরি হয় তাতে প্রাকৃতিক এনজ়াইম তৈরি হয়। আর সুগন্ধির ঘ্রাণ বদলে যায়। কব্জি বা ত্বকে স্প্রে করে তা নিজের মতো শুকোতে দিন। এতে পারফিউমের গন্ধ ধীরে ধীরে প্রকাশ পায়, মেয়াদও বৃদ্ধি পায়।

ঠিক কোন কোন জায়গায় সুগন্ধি স্প্রে করবেন?

ঠিক কোন কোন জায়গায় সুগন্ধি স্প্রে করবেন? ছবি: সংগৃহীত।

২. নাড়ির স্পন্দন কেন্দ্রে ব্যবহার

অনেকেই যত্রতত্র সুগন্ধি ছিটিয়ে নেন। কিন্তু শরীরের যে সব জায়গায় নাড়ির স্পন্দন বেশি, সেখানে পারফিউম সবচেয়ে ভাল কাজ করে। ঘাড়ের পাশ, কব্জি, কানের পিছন, বক্ষবিভাজিকা— এই সমস্ত জায়গা থেকেই সুগন্ধি চারদিকে ছড়িয়ে যেতে পারে। সঠিক দূরত্ব (৫ ইঞ্চি দূর থেকে) রেখে পাল্‌স পয়েন্টে দু’তিন বার স্প্রে করলেই যথেষ্ট। চুলেও অল্প স্প্রে করে নেওয়া উচিত।

৩. অতিরিক্ত সুগন্ধি নয়

বেশি স্প্রে করলে ঘ্রাণ বেশি ভাল হবে, এমন ধারণা রয়েছে অনেকেরই। কিন্তু সেই ধারণা আদপে ভ্রান্ত। অতিরিক্ত গন্ধ অনেক সময়ে বিরক্তির উদ্রেক করে। এতে আশপাশের মানুষ অস্বস্তি বোধ করতে পারেন। পরিমিত ব্যবহারই সবচেয়ে বেশি কার্যকর। হালকা, অথচ দীর্ঘস্থায়ী। ২-৩টি স্প্রেই যথেষ্ট।

৪. শুষ্ক ত্বকে নয়

শুষ্ক ত্বকে পারফিউম মাখলে গন্ধ খুব তাড়াতাড়ি উবে যায়। ত্বক আর্দ্র না হলে সুগন্ধি ধরে রাখার মতো কোনও স্তর তৈরি হয় না। পারফিউম স্প্রে করার আগে ত্বকে সামান্য ময়েশ্চারাইজ়ার ব্যবহার করলে ঘ্রাণ অনেক ক্ষণ স্থায়ী হয়। বিশেষ করে স্নানের পর, যখন ত্বক পরিষ্কার ও হালকা সিক্ত থাকে, তখন পারফিউম সবচেয়ে ভাল কাজ করে।

৫. ত্বকে পরীক্ষা

একই সুগন্ধি সকলের ত্বকে এক রকম প্রভাব ফেলে না। শরীরের নিজস্ব রাসায়নিক বৈশিষ্ট্যের সঙ্গে মিশে পারফিউমের ঘ্রাণ বদলে যেতে পারে। অন্যের ত্বকে যেমন গন্ধ ভাল লাগছে, তা নিজের ত্বকে পছন্দ না-ও হতে পারে। তাই নতুন পারফিউম কেনার আগে অবশ্যই ত্বকে স্প্রে করে কিছু ক্ষণ অপেক্ষা করে দেখে নিতে হবে।

পারফিউম ব্যবহারের এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললে আপনার প্রিয় ঘ্রাণ আরও সুন্দর ভাবে ফুটে উঠবে। সঠিক জায়গায়, সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে পারফিউম। তবেই সকলের মনে বিশেষ ছাপ ফেলতে পারবেন।

Advertisement
আরও পড়ুন