Lumi Creame

ময়েশ্চারাইজ়ার মাখলেই চকচকে হবে গাল, মুখে আসবে আভা! কেন তা নিয়ে এত চর্চা?

মুখে লেগে থাকবে শিশিরের আভা, এমন ত্বক তো স্বপ্ন! সেই স্বপ্ন উস্কে দিয়ে বাজারে এখন বিশেষ ক্রিম, ময়েশ্চারাইজ়ার। তার নাম কী, কী ভাবে মাখে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১১:২৫
নায়িকাদের মতোই জেল্লা আসবে মুখে? বাজারে আসা নতুন ধরনের ক্রিম নিয়ে কেন মাতামাতি?

নায়িকাদের মতোই জেল্লা আসবে মুখে? বাজারে আসা নতুন ধরনের ক্রিম নিয়ে কেন মাতামাতি? ছবি: সংগৃহীত।

স্নো-পাউডার মেখে ফর্সা হওয়ার দিন এখন পুরনো। বরং নিজের গায়ের রং বজায় রেখেই ছোটখাটো খুঁত আড়াল করে সুন্দর দেখানোই আধুনিক সাজসজ্জার অঙ্গ, যেখানে মুখে থাকবে দীপ্তি, থাকবে আলগা চটক। মুখ সাদা করে দেওয়া চড়া ফাউন্ডশেনর বদলে বাজারে এখন তাই বিবি, সিসি ক্রিমের কদর। সেই তালিকায় আর এক সংযোজন হাইলাইটার দেওয়া ময়েশ্চারাইজ়ার।

Advertisement

ময়েশ্চারাইজ়ার, যা এক দিকে ময়েশ্চারাইজ়ার বটেই, তবে মেকআপের প্রাথমিক কাজটিও করতে পারে, এমন প্রসাধনী নিয়েই আগ্রহ বাড়ছে ক্রমশ। এক এক ব্র্যান্ড এক এক রকম নামে বাজারে এনেছে এমন প্রসাধনী। ‘ল্যাকমে’ বলছে ‘লুমি ক্রিম’, ‘রেনে’ নাম দিয়েছে ‘লুমি গ্লো’। ‘লোটাস’ বিক্রি করছে ‘লুমি-গ্লো স্ট্রোব ক্রিম’ নামে, ‘মামা আর্থ’-এর ক্রিমটির নাম ‘ভিটামিন সি ডেলি গ্লো লুমি ক্রিম’।

দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনীতে জুড়ছে ‘লুমি’ নামটি, যার উদ্দেশ্যেই হল ‘লুমিনিয়াস গ্লো’ তৈরি করা। অর্থাৎ, মুখে থাকবে শিশিরের মতো আভা। ক্যামেরার ফ্ল্যাশ বা উজ্জ্বল আলো পড়লে মসৃণ গাল থেকে প্রতিফলিত হবে দীপ্তি।

ফাউন্ডশেন বা মেকআপের বাড়াবাড়ি নয়, বরং মুখে চকচকে ভাব আনা এমন ময়েশ্চারাইজ়ারে মজেছে তরুণ প্রজন্ম। একাধিক প্রসাধনী নয়, বরং এক প্রসাধনীতেই একাধিক কাজের সমাধান খুঁজছেন সকলে। সে ভাবেই প্রচারের অভিমুখ স্থির করেছে বিভিন্ন সংস্থা। এই ক্রিমটি সম্পর্কে বলা হচ্ছে, এটি এমন একটি ময়েশ্চারাইজ়ার বা ক্রিম, যা ত্বককে আর্দ্র রাখবে, মুহূর্তে জেল্লা বাড়াবে, সঙ্গে খেয়াল রাখবে ত্বকেরও। বিভিন্ন সংস্থা নানা রকম ফর্মুলায় তা তৈরি করছে। কারও দাবি, এতে মেশানো হচ্ছে নায়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড— যা বলিরেখা দূর করবে। কোনও সংস্থা বলছে, এতে থাকছে ভিটামিন সি, যা ভিতর থেকে ত্বকের জেল্লা বৃদ্ধি করবে। ক্রিম থেকে ময়েশ্চারাইজ়ার, ফাউন্ডেশনেও জুড়ছে লুমির জেল্লা।

প্রসাধনী এখন শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, তাকে ত্বকবান্ধব করে তোলারও প্রচেষ্টা শুরু হয়েছে। তারই ফল লুমি ক্রিম। যাতে থাকছে হাইলাইটিং ময়েশ্চারাইজ়ার বা স্টোব ক্রিম। (স্টোব ক্রিমকেও এক ধরনের হাইলাইটিং ময়েশ্চারাইজ়ার বলা চলে।)

কী ভাবে ব্যবহার হয় লুমি ক্রিম?

· সাধারণ ক্রিম বা ময়েশ্চারাইজ়ার হিসাবে যে কেউ এটি মাখতে পারেন। মূলত, মেকআপ করতে একেবারেই যাঁরা পছন্দ করেন না, তাঁরা এটি মেখে কোনও অনুষ্ঠানে যেতে পারেন। এতে থাকা হাইলাইটিং বিশেষত্বের জন্য সামান্য আলো পড়লেই মুখ চকচকে দেখাবে। ক্রিমে থাকা ভিটামিন, বা নায়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, ত্বকের খেয়াল রাখবে, দাবি ক্রিম প্রস্তুতকারী একাধিক সংস্থার।

· প্রাইমার হিসাবেও এটি ব্যবহার করা যায়। ফাউন্ডেশন মাখার আগে প্রাইমার দরকার হয়। মুখের ছোটখাটো খুঁত ঢাকতে তা সাহায্য করে। ব্রণের ফলে হওয়া ক্ষতচিহ্ন, বলিরেখা ঢেকে ত্বকে মসৃণ ভাব আনে প্রাইমার। লুমি ক্রিম, ময়েশ্চারাইজ়ার মেখে তার উপর ফাউন্ডেশন লাগানো যায়। এতে মুখে সুন্দর আভা আসবে।

· ফাউন্ডেশনের সঙ্গে এই ক্রিম মিশিয়েও মাখা যায়।

ক্রিমের কাজ কী?

· রুক্ষ ত্বকে আর্দ্র ভাব আনতে সাহায্য করে ক্রিমটি।

· আর্দ্রতার সঙ্গে মুখে আনে বাড়তি ঔজ্জ্বল্য। মুহূর্তেই মুখ চকচকে হয়ে ওঠে।

· হায়ালুনরোনিক অ্যাসিড, নায়াসিনামাইডের মতো উপকরণ যুক্ত হওয়ায় ত্বক গভীর ভাবে আর্দ্র রাখতে, বলিরেখা কমাতে সাহায্য করে বলে প্রসাধনী সংস্থার দাবি।

· ভিটামিন সি ব্যবহার হয় ত্বকের বাড়তি যত্ন নেওয়ার জন্য।

সতর্কতা

লুমি ক্রিম, ময়েশ্চারাইজ়ারে নানা ধরনের উপকরণ ব্যবহার হয়। এক এক সংস্থা এক এক ফর্মুলায় তা তৈরি করে। ব্যবহৃত উপকরণের কোনওটিতে অ্যালার্জি থাকলে ক্রিম ব্যবহারে মুখে সমস্যাও হতে পারে। যে কোনও প্রসাধনী ব্যবহারের পরে লাল হয়ে গেলে, চুলকানি হলে, মুখ রুক্ষ হয়ে উঠলে বুঝতে হবে নির্দিষ্ট জিনিসটি ত্বকে সহ্য হচ্ছে না।

Advertisement
আরও পড়ুন