Burning Sensation Remedy of Mehendi

হাতে মেহন্দি পরার পরেই হাত জ্বালা করছে? ক্ষতি এড়াতে সঙ্গে সঙ্গে কী করা যেতে পারে?

মেহন্দি পরার পরে যদি হাত জ্বালা করে তবে তা চিন্তার। সেক্ষেত্রে রং আসবে না ভেবে মুখ বুজে সহ্য করা যাবে না মোটেই। কারণ তাতে ত্বকের ক্ষতি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৪:১৩
মেহন্দি পরে হাত জ্বালা করলে কী করবেন?

মেহন্দি পরে হাত জ্বালা করলে কী করবেন? ছবি : সংগৃহীত।

বিয়ের মরসুম এল বলে। শাড়ি, লেহঙ্গা চোলি এবং আরও নানা জমকালো সাজের সঙ্গে অনেকেই হাতে মেহন্দি পরবেন। তবে মেহন্দি তো শুধু বিয়ের মরসুম বলে নয়, সাজাগোজার ইচ্ছে হলেও পরেন অনেকে। ইদানীং মেহন্দির নানা আধুনিক নকশাও ট্রেন্ডিং। পশ্চিমী পোশাকের সঙ্গেও তা হাতে পরছেন কেউ কেউ। তবে মেহন্দি পরার পরে যদি হাত জ্বালা করে তবে তা চিন্তার। সেক্ষেত্রে রং আসবে না ভেবে মুখ বুজে সহ্য করা যাবে না মোটেই। কারণ তাতে ত্বকের ক্ষতি হতে পারে।

Advertisement

কেন এমন হয়?

১। মেহন্দিতে রং গাঢ় করার জন্য অনেক সময় পিপিডি নামের একটি রাসায়নিক ব্যবহার করা হয়। ওই রাসায়নিক ত্বকের সংস্পর্শে এলে অ্যালার্জি হতে পারে বা মারাত্মক জ্বালাও করতে পারে।

২। এ ছাড়া মেহন্দির রং দীর্ঘস্থায়ী করতে অনেক সময় তাতে অ্যামোনিয়া বা কড়া অ্যাসিডিক উপকরণ মেশানো হয়। তা থেকেও ত্বকে অস্বস্তি হতে পারে।

৩। ত্বক যদি অতিরিক্ত সংবেদনশীল হয়, তা হলেও সমস্যা হতে পারে। কারণ মেহন্দি পাতায় থাকা ন্যাচরাল অয়েল একটু জোরালো প্রকৃতির। তা থেকে সংবেদনশীল ত্বকে সাময়িক জ্বালা হতেই পারে।

৪। সস্তায় পাওয়া বহু মেহন্দিতে টেক্সটাইল ডাই-ও ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

হাত জ্বালা করলে কী করবেন?

ধুয়ে ফেলুন: হাতা জ্বালা করছে বুঝতে পারলে অবিলম্বে মেহন্দি জল দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন। রঙ গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করবেন না। কারণ, যত বেশি সময় ধরে রাখবেন, ততই ত্বকের ক্ষতি হবে।

ঠান্ডা জল বা বরফ : যেখানে জ্বালা করছে সেই জায়গাটিতে বারবার ঠান্ডা জলের ঝাপটা দিন বা বরফ লাগান। এতে জ্বালা ভাব ও লালচে ভাব কমবে।

নারকেল তেল বা অ্যালোভেরা জেল: হাত ধোয়ার পর হাতে নারকেল তেল অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। তবে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল না লাগানোই ভাল। বাড়িতে গাছ থাকলে, সরাসরি গাছের পাতা থেকে জেলি বার করে হাতে লাগান। এতে ত্বক আরাম পাবে।

ক্যালামাইন: জ্বালা ভাব কমানোর জন্য ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন। তাতেও ত্বকে একটা ঠান্ডা অনুভূতি হবে। আরাম পাবে ত্বক।

চিকিৎসকের পরামর্শ নিন: যদি দেখেন হাত ফুলে গেছে, ছোট ছোট ফুসকুড়ি বা ফোসকা পড়েছে ত্বকে কিংবা হাত অত্যধিক চুলকাচ্ছে, তবে ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে দ্রুত একজন ত্বকের চিকিৎসকের পরামর্শ নিন।

সতর্ক থাকতে যা করা উচিত

প্যাচ টেস্ট: প্রতি বার মেহেন্দি ব্যবহার করার আগে হাতের তালুর এক কোনায় সামান্য পরিমাণে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। জ্বালা না করলে তবেই পুরো হাতে ব্যবহার করুন।

বাড়িতে বানান: পাতা বেটে বাড়িতে মেহন্দি বানালে তা রাসায়নিক মুক্ত হয়। ফলে ত্বকের জন্য অনেকটা নিরাপদ বলা চলে তাকে।

ব্র্যান্ড দেখে নিন: কেনার সময় ভালো ব্র্যান্ড এবং উপকরণ-তালিকা দেখে নিন। ‘৫ মিনিটে গাঢ় রং’ জাতীয় বিজ্ঞাপনে ভুলবেন না। কারণ এতে রাসায়নিক থাকার সম্ভাবনা বেশি।

Advertisement
আরও পড়ুন