Smokey eyes tips

পুজোর সাজে স্মোকি আইজ় চাই? কালো ছাড়া কোন কোন আইশ্যাডো ব্যবহার করতে পারেন?

কালো ছাড়াও স্মোকি আই মেকআপ লুক পেতে আরও নানা ধরনের আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। এমনকি আপনার পছন্দের রং দিয়েও তৈরি করা যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫

ছবি : সংগৃহীত।

স্মোকি আইজ় মানেই কি কালো রঙের আইশ্যাডো চোখের পাতায় বা চোখের পাতার কোনে লেপে দেওয়া। একেবারেই না। কালো ছাড়াও স্মোকি আই মেকআপ লুক পেতে আরও নানা ধরনের আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। এমনকি আপনার পছন্দের রং দিয়েও তৈরি করা যেতে পারে। যে রঙের পোশাক পরছেন, তা দিয়েও তৈরি করা যায় স্মোকি মেক আপ লুক।

Advertisement

ধূসর : একটু হালকা এবং কম নাটকীয় লুক চাইলে ধূসর রং ব্যবহার করতে পারেন। চারকোল বা বার্ন শিমার গ্রে শেডগুলি এই লুকের জন্য খুব জনপ্রিয়।

বাদামি : এই রংও স্মোকি আইজ়ের জন্য ভাল বিকল্প। বাদামি রং কালো বা ধূসর রঙের তুলনায় আরও নরম একটা লুক দেয়। যা অস্বাভাবিক দেখতে লাগে না। হালকা থেকে গাঢ় বাদামী শেডের মিশ্রণ ব্যবহার করে দারুণ স্মোকি লুক তৈরি করা যায়, যা দিনের বেলার জন্যও ভাল হবে।

নিউট্রাল শেড : ন্যুড, ট্যান বা খয়েরি রঙের মতো নিউট্রাল শেড স্মোকি আই মেকআপের ভালো বেস হতে পারে। এগুলো গাঢ় রঙের সঙ্গে হালকা রংকে মেলাতে সাহায্য করে

অন্যান্য রং: এ ছাড়াও গাঢ় বেগনি, নীল, সবুজ রঙের আইশ্যাডো দিয়েও তৈরি করতে পারেন স্মোকি আইজ় লুক।

Advertisement
আরও পড়ুন