Hair Care Tips

শুধু তেল-শ্যাম্পুতে হবে না, এক ঢাল কালো চুল হবে মাত্র দু’টি উপকরণে, কী ভাবে মাখবেন?

চুল পড়া, পাকা চুলের সমস্যা রাতারাতি দূর হবে না। এর জন্য মাখতে হবে একটি বিশেষ তেল। এটি হেঁশেলের দু’টি উপকরণেই বানিয়ে নেওয়া যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪০
Why coconut oil and onion juice combo is great for healthy and strong hair

পাকা চুল কালো হবে অল্প দিনে, দু’টি উপকরণেই সম্ভব। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শীতের সময়ে পর পর বিয়েবাড়ি। তা ছাড়া নানা অনুষ্ঠান, পার্টি তো লেগেই থাকে। নিজেকে আকর্ষণীয় দেখাতে, নানা ভাবে কেশসজ্জা করতে চান। কিন্তু বাধ সাধছে, রুক্ষ ও খসখসে চুল। শীতের সময়ে চুল তার আর্দ্রতা হারায়, মাথার ত্বকে খুশকিও হয়। তাই এই সময়ে চুলের বিশেষ যত্ন প্রয়োজন। আর তা কেবল তেল-শ্যাম্পুতে হবে না। হেয়ার সিরাম সাময়িক ভাবে চুলের জেল্লা বৃদ্ধি করবে, কিন্তু ভিতর থেকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে মাখতে হবে দু’টি জিনিস। তাই দিয়ে নিয়মিত পরিচর্যা করলে চুল পড়া, পাকা চুলের সমস্যা যেমন দূর হবে, তেমনই চুলের ঘনত্বও বাড়বে।

Advertisement

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য কী কী মাখবেন?

নারকেল তেল ও পেঁয়াজের রস— এই দুই উপকরণ মিশিয়ে মাখলে তবেই চুলের ঘনত্ব বাড়বে। চুল লম্বাও হবে। যত নামী, সুগন্ধি তেল বাজারে থাকুক না কেন, নারকেল তেলের বিকল্প কিছু হতে পারে না। নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং নানা রকমের ভিটামিন, যা চুলের জন্য ভাল। নারকেল তেলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এতে রয়েছে লরিক অ্যাসিড, যা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ প্রতিহত করতে তা কার্যকর। আর পেঁয়াজের রসে থাকে সালফার, যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রসে আছে এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন-পার অক্সাইডের মাত্রা কমায়। ফলে চুল অকালে পেকে যায় না। তবে নারকেল তেল ও পেঁয়াজের রস মাখতে হবে বিশেষ উপায়ে।

কী ভাবে মাখবেন?

১) দু’চামচ নারকেল তেলে দু’চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিয়ে ভাল করে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে ফুটতে দিন মিনিট পাঁচেক। তার পর গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। কাচের শিশিতে এই তেল সংরক্ষণ করে রাখুন। এক বার তৈরি করার পর তা সপ্তাহ তিনেক ভাল থাকবে। স্নান করার আগে ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করে ৪৫ মিনিট থাকতে হবে। সারা রাত এই তেল মাথায় মেখে রাখতে পারলেও ভাল হয়। সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে, চুল নরম হবে। পাকা চুলের সমস্যাও দূর হবে।

২) সাত থেকে আটটি পেঁয়াজ নিয়ে মিক্সিতে বেটে নিন। এ বার ছেঁকে নিয়ে রসটা বার করে নিতে হবে। এই রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। তার পর এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এই তেল মাথায় মাখলে চুল পড়া, খুশকির সমস্যা দূর হবে।

৩) একটি বাটিতে নারকেল তেল হালকা গরম করুন। তেল উষ্ণ হলে তাতে পেঁয়াজের রস এবং মেথিগুঁড়ো মিশিয়ে দিন। মিশ্রণটি ঠান্ডা হতে দিন। তার পর মাথায় ভাল করে মালিশ করে এক ঘণ্টা অপেক্ষা করে চুল ধুয়ে নিন। সারা রাত মাথায় মেখে রেখে সকালে শ্যাম্পু করে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন