Elon Musk

Elon Musk at Met Gala: মেট গালায় গিয়ে হঠাৎ কি শাহরুখ খান হয়ে গেলেন ইলন মাস্ক! কী করলেন টুইটার মহাকর্তা

ইলনের সঙ্গে দেখা গেল তাঁর মাকে। দু’জনের কেউই আজব কোনও পোশাকে দেখা দেননি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৫:২৫
ইলন মাস্ক।

ইলন মাস্ক।

দেশ-বিদেশের সকলে জড়ো হয়েছিলেন মেট গালায়। এমন দিনে ইলন মাস্ক বাদ যাবেন নাকি!
বাদ যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সঙ্গে নজরও কাড়লেন অনেকের। বাকিদের মতো আজব পোশাক নয়, তবে টুইটার মহাকর্তার ছবি তোলার ভঙ্গি ভাইরাল হল টুইটারে।

মেট গালায় বিভিন্ন ধরনের পোশাকে দেখা দেন দেশ-বিদেশের তারকা। কার পোশাক কত আজব, তা-ই নজর টানে। ইলনের সঙ্গে দেখা গেল তাঁর মাকে। দু’জনের কেউই আজব কোনও পোশাকে দেখা দেননি। বরং সাদা-কালো সাবেক বেশে ইলন। পাশে মা-ও বেশ সাবেক মেজাজের লালচে ভেলভেটের পোশাক আর মুক্তোর মালায় ঝলমল করছেন।

Advertisement
মেট গালায় ইলন মাস্ক।

মেট গালায় ইলন মাস্ক।

তবে মেট গালার মেজাজ ধরে রাখলেন টুইটার মহাকর্তা ইলন। মজার ভঙ্গিতে ছবি তুলতে দেখা গেল তাঁকে। টুইটারে সেই ছবি ভাইরাল হতেই অনেকে বললেন, যেন শাহরুখ খানকে নকল করছেন মাস্ক। ঠিক বলি-তারকার মতোই উদার বাহুতে যেন প্রেম নিবেদন করছেন নায়িকাকে। কিন্তু ইলনের দু’টি হাত শাহরুখের অতি পরিচিত সেই ভঙ্গির মতো হলেও মেজাজটি কি আদৌ তেমন? মেট গালার পরিচিত স্ফূর্তি দিব্যি প্রকাশ পাচ্ছে তাঁর ভঙ্গিতে।

Advertisement
আরও পড়ুন